টিভিএস কোম্পানি জানে ভারতীয় গ্রাহকদের নার্ভ। তাই বাজারে বাইকের সেল ধরে রাখার টোটকা রয়েছে কোম্পানির হাতের মুঠোয়। খুবই কম দামে বাইক, সেই সঙ্গে অসাধারন মাইলেজ। এই দুইয়ের জোরেই ফের বাজার গরম করার পরিকল্পনায় রয়েছে টিভিএস।
টিভিএস কোম্পানি বাজারে নিয়ে এসেছে তাদের অন্যতম সফল বাইক – TVS Sport। তবে এই একেবারে এই পুরনো মডেলের বাইকটি নয়। পূর্ণ কিছু বৈশিষ্ঠ বজায় রেখে নতুন মডেলে আত্মপ্রকাশ করেছে টিভিএস স্পোর্ট। কোম্পানির পক্ষ থেকে যথারীতি মাইলেজের কথা মাথায় রাখা হয়েছে। এই বাইকের মাইলেজ হতে পারে ৭৫ কিলোমিটার। এখনকার খুব কম বাইকে এতো মাইলেজ অফার করে। দাম শুনলে আরই চমকে যাবেন। দাম শুরু হয়েছিল মাত্র ৬০ হাজার টাকা থেকে।
এই বাইকটি সম্প্রতি টিভিএস কোম্পানির সর্বাধিক বিক্রিত বাইকের তালিকায় খুব ভাল খ্যাতি অর্জন করেছে। এখন ভারতীয় বাজারে অনেক শোরুম এবং ডিলারশিপের কাছে পাওয়া যায়। ২০২৩ সালে যদি বাইক কিনতে চান তাহলে টিভিএস স্পোর্ট ২০২৩ একটি ভাল বিকল্প হতে পারে। যেখানে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সহজেই অল্প কিছু ডাউন পেমেন্টের মাধ্যমে বাইকটি নিজের নামে করে নিতে পারবেন।
সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, সিটি প্লাস বাইকের তুলনায় দারুণ ফিচার নিয়ে এই বাইকটি লঞ্চ করেছে কোম্পানি। যাতে রয়েছে আরও ভালো হেডলাইট ও হ্যালোজেন লাইট । ভালো স্টার্ট ও পাওয়ার স্টার্ট দিতে নতুন প্রযুক্তির সাহায্যে ইঞ্জিনটিকে আরও ভালোভাবে তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
এটি একটি ১০৯.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত যা ৭ হাজার ৩৫০ আরপিএম-এ ৮.২৯ পিএস পাওয়ার এবং ৪ হাজার ৫০০ আরপিএম এ ৮.৭ এনএম টর্ক উৎপাদন করে। সংস্থার দাবি, এই মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার।