সময়ের সাথে সাথে ইলেকট্রিক যানবাহনের রমরমা ক্রমাগত বেড়েই চলেছে। মূলত পরিবেশ দূষণ রুখতে এবং জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির সাথে মোকাবিলা করতে ইলেকট্রিক যানবাহন বেছে নেন সকলে। তবে এক্ষেত্রে সমস্যার বিষয় হলো স্কুটারগুলির দাম সাধারণ স্কুটার থেকে অনেকটাই বেশি হয়। তবে আজ আমরা এমন তিনটি স্কুটারের তথ্য নিয়ে এসেছি যেগুলি খুব কম দামেই আপনি কিনে ফেলতে পারেন।
Velev Motors VEV 01- এতে রয়েছে ৪৮V/২৪AH ব্যাটারী ক্যাপাসিটি। সম্পূর্ণ চার্জ হতে সেটা সময় নেয় ৬-৮ ঘন্টা। এছাড়াও সম্পূর্ণ চার্জে এটি ৭৫ থেকে ৮০ কিলোমিটার রেঞ্জ দেয়। এই স্কুটারের সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। যদি আমরা অন্যান্য বৈশিষ্ট্য দেখি তাহলে রয়েছে এলইডি লাইট, ডিজিটাল স্ক্রিন, ড্রাম ব্রেক ইত্যাদি। এই স্কুটারের দাম ৩২,৫০০ টাকা।
Ujaas eZy- এই স্কুটারে রয়েছে ৪৮V/২৬ AH ব্যাটারী ক্যাপাসিটি। সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৬-৭ ঘন্টা। এই স্কুটার থেকে ৭৫ এনএম টর্ক উৎপন্ন হয়। জানা গিয়েছে, সম্পূর্ণ চার্জ দিলে সেটি ৬০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। যদি আমরা অন্যান্য বৈশিষ্ট্য দেখি তাহলে রয়েছে এলইডি লাইটিং, টেইল লাইট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল ইত্যাদি। স্কুটারটি দুটি রঙে উপলব্ধ রয়েছে। এই স্কুটারের দাম ৩১,৮০০ টাকা।
Avon E Plus- এই স্কুটারে রয়েছে ৪৮V/১২ AH ব্যাটারী ক্যাপাসিটি। সম্পূর্ণ চার্জ হতে স্কুটারটি সময় নেয় ৮ ঘন্টা। সম্পূর্ণ চার্জে এটি ৫০ কিলোমিটার রেঞ্জ দেয়। এতে যদি আমরা ফিচার্স দেখি তাহলে রয়েছে টার্ন সিগনাল ল্যাম্প, ড্রাম ব্রেক ইত্যাদি। স্কুটারটির স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের দাম ২৫,০০০ টাকা। যার দ্বারা এটাই স্পষ্ট যে এই স্কুটারটি ভারতের বাজারে সব থেকে সস্তার স্কুটার।