বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এবার মাত্র ২,০০০ টাকাতেই আপনি পেয়ে যাবেন ‘হণ্ডা সাইন ১২৫’ বাইক। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন এতো কম দামে এই বাইক কীভাবে পাওয়া যাবে? আসুন তাহলে সেই বিষয়েই জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। ভারতে ১২৫ সিসি ইঞ্জিনের বাইকের ভীষণই চাহিদা রয়েছে। আর এই সেগমেন্টের জনপ্রিয় বাইকের নাম হলো ‘হণ্ডা সাইন ১২৫।’ যেখানে ৬৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যায়।
এই বাইকে রয়েছে ১২৩.৯৪ সিসির সিঙ্গল সিলিন্ডার শক্তিশালী ইঞ্জিন। যেখানে সর্বোচ্চ ১০.৩ বিএইচপি শক্তি এবং ১১ এমএম টর্ক উৎপন্ন হয়। বাইকে রয়েছে ১৮ ইঞ্চি অ্যালয় হুইল। আরামদায়ক রাইডের জন্য এতে রয়েছে টেলিস্কোপিক ফর্ক। রয়েছে ডিস্ক এবং ড্রাম ব্রেক। অন্যান্য ফিচার দেখতে গেলে এতে রয়েছে হ্যালোজেন হেডল্যাম্প, অ্যানালগ স্পিডোমিটার ইত্যাদি।
এই বাইকের সর্বোচ্চ গতিবেগ ৯৩ কিলোমিটার প্রতি ঘন্টা। বাইকটি মোট পাঁচটি রঙে উপলব্ধ রয়েছে। যেগুলি হলো জেনি গ্রে মেটালিক, ব্ল্যাক, ম্যাট এক্সিস গ্রে, রেবেল রেড মেটালিক এবং ডিসেন্ট ব্লু মেটালিক। এই বাইকের প্রারম্ভিক মূল্য ৭৮, ৬৮৭ টাকা। এছাড়া এই বাইকের টপ মডেলের দাম ৮৩,৮০০ টাকা।
তবে আপনি ইএমআই অপশনেও এই বাইক কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ডাউন পেমেন্ট হিসেবে দিতে হবে ৯,০০০ টাকা। এরপর ৩ বছর প্রত্যেক মাসে ২,৬৪১ টাকা করে দিলেই এই বাইক আপনার হয়ে যাবে। সেক্ষেত্রে সুদ দিতে হবে ৯.৭ শতাংশ।