বৈদ্যুতিক গাড়ির দাম মাত্র 7.98 লাখ টাকা, ফুল চার্জে মাইলেজ 230 কিলোমিটার। ব্যাটারি চালিত গাড়ির বাজারে বাম্পার এন্ট্রি নিয়েছে MG Motor ওরফে মরিস গ্যারাজ। ভারতে সম্প্রতি সস্তায় নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে এই কোম্পানি। বিক্রি-বুকিং সবই চালু হয়ে গিয়েছে এই গাড়ির। আর বিক্রি শুরু হওয়া কিছুদিনের মধ্যে ভারতে কোম্পানির দ্বিতীয় সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি হয়ে উঠেছে MG Comet EV।
এই গাড়ির দাম রাখা হয়েছে 7.98 লাখ থেকে 9.98 লাখ টাকা (এক্স-শোরুম)। অল্প দিনের মধ্যে দারুণ রেকর্ড গড়ে ফেলেছে এমজি কমেট। লঞ্চের প্রথম মাসেই 1,184টি গাড়ি বিক্রি করেছে সংস্থা। ব্যাপক পরিমাণে বিক্রি হচ্ছে এই চার চাকা। কী কারণ ক্রেতাদের মধ্যে এত সাড়া ফেলেছে চার চাকাটি চলুন জানা যাক।
MG Comet EV বাই-ব্যাক প্রোগ্রাম
আসলে সম্প্রতি গাড়ির উপর বাই-ব্যাক প্রোগ্রাম লঞ্চ করে সংস্থা। এই প্রোগ্রামের অধীনে গ্রাহকরা গাড়ি কিনে তা 3 বছর চালিয়ে ফেরত দিতে পারবেন। বদলে মিলবে এক্স-শোরুম দামের 60 শতাংশ টাকা। অনেকের মতে, এর ফলেই বিপুল পরিমাণে বুকিং হচ্ছে এই চার চাকা।
কত বিক্রি হল?
এই মুহূর্তে সংস্থার সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে রয়েছে MG Hector Plus এবং MG Comet EV। জুন মাসে এই দুটি গাড়িই সবথেকে বেশি বিক্রি হয়েছে। দুই গাড়ি মিলিয়ে 2,170টি ইউনিট বেচেছে মরিস গ্যারাজ। যদিও এই বিক্রি আগের বছরের তুলনায় 10 শতাংশ কম।
MG Comet EV এর রেঞ্জ ও ফিচার্স
এই গাড়িতে পাবেন 17.3 kwh ব্যাটারি প্যাক যা সর্বাধিক 42 হর্সপাওয়ার এবং 110 এনএম টর্ক তৈরি করতে পারে। ফুল চার্জে এই গাড়ি রেঞ্জ দেয় 230 কিলোমিটার। গাড়ির সর্বোচ্চ গতি 100 কিমি প্রতি ঘণ্টা। সংস্থার দাবি অনুযায়ী, প্রতি 1,000 কিমি চালাতে খরচ পড়বে 519 টাকা।
ইলেকট্রিক গড়িতে ফিচার্স রয়েছে 10.25 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, 3টি USB পোর্ট, ভয়েস কমান্ড, কি-লেস এন্ট্রি, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, রিভার্স ক্যামেরা, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেকট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন সহ 55টির বেশি কানেক্টেড ফিচার্স। ডিজাইনেও বেশ চমক রয়েছে এই গাড়িতে। 5টি ডুয়াল টোন রংয়ের বিকল্প রয়েছে এই চার চাকায় – অ্যাপেল গ্রিন, স্টারি ব্ল্যাক, ক্যান্ডি হোয়াইট, অরোরা সিলভার ইত্যাদি।