বর্তমানে অনেকেই আইফোনের প্রতি ঝুঁকেছেন। আর তাই সুযোগ এলেই সকলে আইফোন কিনতে উৎসুক থাকেন। মাঝেমধ্যে ছাড় পাওয়া যায় আর সেই সুযোগ কেউ কেউ লুফে নেন। তেমনই আপনি যদি আইফোন কিনতে আগ্রহী হন ত বে এটি হল সেরা সময়। কারণ আইফোন-১৪-এর উপর চলছে সেরা অফার। ফ্লিপকার্ট ই-কমার্স সাইটে চলছে সেরা অফার। আর এই অফার হাতছাড়া করলে আর পাবেন না। তাই যারা আইফোন কিনতে চান তাদের জন্য এটি সেরা সুযোগ।
গত বছর লঞ্চ হওয়ার সময় আইফোন-১৪ বিক্রি হয়েছে ৭৯,৯০০ টাকায়। তবে দু’দিন আগে আইফোন-১৪-এর দাম গিয়ে দাঁড়িয়েছে ৭০,৯৯৯ টাকায়। বর্তমানে ফ্লিপকার্টে 128GB ইন্টারনাল মেমোরি সহ আইফোন-১৪ মডেলটি বিক্রি হচ্ছে ৭০,৯৯৯ টাকায়। ফ্লিপকার্টে বিগ সেভিংস্ ডে সেল শুরু হচ্ছে জুলাই মাসের ১৫ তারিখ থেকে। এই সেল চলবে আগামী ১৯শে জুলাই পর্যন্ত। এই সেলে আইফোনটির দাম আরও কমে হবে ৬৭,৯৯৯ টাকা।
আসল দামের তুলনায় ১২,০০০ টাকা কম দামে আপনি আইফোন ১৪ পেয়ে যাবেন। এছাড়া আইফোন ১৩ ও ১৪-এর বিভিন্ন ভ্যারিয়েন্টের উপর মিলতে পারে ছাড়। শীঘ্রই বাজারে আসতে চলেছে আইফোন-১৫। তাই অনেকেই মনে করছেন, নতুন মডেল বাজারে এলে পুরোনো মডেলের দাম কমবে। আইফোন ১৪ মডেলটি ভারতের বাজারে লঞ্চ হয়েছিল গত বছর। চারটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছিল।
iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max. যদিও আইফোন ১৩-এর সঙ্গে আইফোন ১৪ মডেলের একাধিক মিল লক্ষ্য করা গিয়েছে। তবে আইফোন ১৪-তে ক্যামেরার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কম আলোয় দুর্দান্ত ছবি তুলতে সক্ষম এই ফোন। তবে বিশেষ কিছু পরিবর্তন দেখা যায়নি। এবার বাজারে আসতে চলেছে আইফোন ১৫, আর তা নিয়ে উন্মাদনা তুঙ্গে।