কড়া শাস্তির মুখে পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শখের পেটিএম। একসময় প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ায় টাকার লেনদেনকে একটি অন্য মাত্রা দিতে চেয়েছিলেন। দেশবাসীকে পেটিএম-এ টাকা লেনদেন করার আহ্বান জানান তিনি। এবার সেই পেটিএম নিয়ে নয়া নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
সেই নির্দেশিকায় আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে পেটিএম ব্যাংকের পরিষেবা। ৩১ জানুয়ারি, বুধবার এই নির্দেশ দিল আরবিআই। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, কিছু নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে অনলাইন লেনদেন বিষয়ক এই অ্যাপটির বিরুদ্ধে। তাই এবার কড়া সিদ্ধান্ত নিল আরবিআই। আগামী ২৯ ফেব্রুয়ারির পর থেকে কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট এবং ফাস্ট্যাগে কোনও টাকা জমা নেওয়া অথবা টপ-আপ করার ক্ষেত্রে পেটিএম পেমেন্টস ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে যে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্ট্যাগের মতো জায়গায় টাকা আছে, তাঁদের ক্ষেত্রে সেই বিধিনিষেধ লাগু হবে না।
অর্থাৎ তাঁরা ফেব্রুয়ারির পরও পেটিএম পেমেন্টস ব্যাংকের মাধ্যমে অনলাইনে টাকা দিতে পারবেন। তবে কোনও কোনও গ্রাহকদের ক্ষেত্রে কয়েকদিনের জন্য সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কোনওরকম নিষেধাজ্ঞা ছাড়াই গ্রাহকরা নিজেদের সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফাস্ট্যাগ, ন্যাশনাল মোবিলিটি কার্ড-সহ বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। যতদিন তাঁদের অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স আছে, ততদিন সেই গ্রাহকরা সেই টাকা অনলাইন লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
টাকা ট্রান্সফারের মতো উপরোক্ত পরিষেবাগুলি ছাড়া ২৯ ফেব্রুয়ারির পর থেকে কোনও পরিষেবা প্রদান করতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাংক। অর্থাৎ ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই), ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (আইএমপিএস), আধার এনেবেলড পেমেন্ট সিস্টেম (এইপিএস) কোনও পরিষেবা দিতে পারবে না।
অর্থাৎ ১ মার্চ থেকে পেটিম পেমেন্টস ব্যাংকের ওয়ালেট, ফাস্ট্যাগস দিয়ে অনলাইনে টাকা দেওয়া যাবে না।লাগাতার নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে পেটিএম পেমেন্টস ব্যাংকের বিরুদ্ধে। তার জেরে কড়া শাস্তির মুখে পড়ল সংস্থাটি। তবে রিজার্ভ ব্যাংকের আদেশে বলা হয়েছে, গ্রাহকরা অবশ্য তাদের অ্যাকাউন্ট থেকে সঞ্চয় এবং বর্তমান “সীমাবদ্ধতা ছাড়াই (এবং) তাদের উপলব্ধ সীমা পর্যন্ত ব্যালেন্স ব্যবহার করা চালিয়ে যেতে পারেন। তবে যে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্ট্যাগের মতো জায়গায় টাকা আছে, তাঁদের ক্ষেত্রে সেই বিধিনিষেধ কার্যকর হবে না।
অর্থাৎ তাঁরা ফেব্রুয়ারির পরও পেটিএম পেমেন্টস ব্যাংকের মাধ্যমে অনলাইনে টাকা দিতে পারবেন। তবে এই নির্দেশ পেটিএম ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইকে প্রভাবিত করবে না। সংস্থার প্রতিষ্ঠাতা, সিইও বিজয় শেখর শর্মা কেউই এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। এছাড়াও, পেটিএম-এর মূল সংস্থা, ওয়ান৯৭ কমিউনিকেশন লিমিটেড, এবং পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেড, বা পিবিবিএল এর নোডাল অ্যাকাউন্টগুলি কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা বন্ধ করা হয়েছে৷