ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি অপটিক্যাল ইলিউশনের ছবি। বলুন দেখি ছবিতে রয়েছে কটি উট? অপটিক্যাল ইলিউশনের মজাই হল মস্কিষ্ককে উস্কানি দেওয়া! মাথা খাটিয়েই শুধু নয়, চাই চোখের ক্ষুরধার দৃষ্টিও। তাহলে আপনার দৃষ্টিশক্তি কী তীক্ষ্ণ? সঙ্গে বুদ্ধিমত্তাও প্রখর?
তাহলে যে কোনও অপটিক্যাল ইলিউশনের সমাধান করাটা নিশ্চয়ই বাঁ হাতের খেল! তবে অপটিক্যাল ইলিউশন দেখতে যতটা সোজা লাগে, সমাধান করতে গিয়ে অনেকেরই ঘাম ছোটে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি অপটিক্যাল ইলিউশনের ছবি ভাইরাল হয়েছে। আর সেই ছবিতে কটি উট রয়েছে তাই নিয়েই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতেও রয়েছে নতুন অপটিক্যাল ইলিউশনের ধাঁধা। যেখানে আপনি দেখতে পাবেন কিছু উটের ছবি। আর এরই মধ্যে লুকিয়ে আছে মজার খেলা। কারণ আপনাকে খুঁজে বার করতে হবে ছবিতে রয়েছে কয়টি উট। যার জন্য আপনি সময় পাবেন মাত্র 5 সেকেন্ড। যাদের মস্তিষ্ক বেশি সচল তারাই পারবেন ধাঁধার উত্তর দিতে। তাহলে দেখুন দেখি সমাধান করতে পারেন কিনা।
তাহলে ছবিটি দেখলেন ভালো করে? যাই দেখতে পাচ্ছেন, তা ঠিক স্পষ্ট নয়, তাই তো? ছবিতে যে বেশ কয়েকটি উট দেখা যাচ্ছে, তা নিশ্চয়ই ধরতে পেরেছেন? এবার আপনার কাজ হল এখানে ঠিক কটি উট রয়েছে, সেটি ঝটপট খুঁজে বের করা। ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি থাকলে আপনি 5 সেকেন্ডেরও কম সময়ে এই ছবিটির আসল রহস্য খুঁজে বের করতে পারবেন। আপনার সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে।
তাহলে 5 সেকেন্ডের সময়সীমা শেষ। আপাতভাবে সোজা মনে হলেও আপনাকে নিশ্চয়ই উত্তর খুঁজতে বেশ মাথা ঘাটাতে হয়েছে। তাহলে যারা সঠিক উত্তর খুঁজে পাননি আপনাদের জন্য রইল সমাধান।
প্রথমে নিশ্চয়ই আপনি 9 টি উট খুঁজে পেয়েছেন। কিন্তু ছবিতে রয়েছে আরও একটি উঠ। দেখে নিন ছবির প্রথম সারিতে রয়েছে 3 টি উট। দ্বিতীয় সারিয়ে 4 টি এবং তৃতীয় সারিতে 3 টি উট রয়েছে। তাহলে মোট উটের সংখ্যা হল 10। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক উত্তর দিতে পেরেছেন তাদের অভিনন্দন।
অপটিক্যাল ইলিউশনের মজাই হল দেখতে যতই জলভাত লাগুক না কেন, সেটি সমাধান করতে চোখ ও মস্তিষ্কের প্রখরতা একই রকমভাবে দরকার। কিন্তু কঠিন হলেও সেইসব অপটিক্যাল ইলিউশনের উত্তর দিতে পারলে কিন্তু বেশ ভালো লাগে।