বরিশালে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছে ৬৮ জন তরুণ-তরুণী। বৃহস্পতিবার রাতে বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে চূড়ান্ত কার্যক্রম শেষে তাদের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেয়া হয়।
বরিশাল জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন জানিয়েছেন, নিয়োগ কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানিয়েছেন, নিয়োগ পাওয়া ৬৮ জনের মধ্যে পুরুষ ৬২ জন ও নারী ৬ জন। নিয়োগ পাওয়া সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার।