বিখ্যাত টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান রয়েল এনফিল্ড এবার ব্যাটারিচালিত ইলেকট্রিক বাইক আনছে। এবছরের মধ্যেই বাজারে আসবে ই-বাইকগুলো।
রয়েল এনফিল্ড বর্তমানে দুইটি ইলেকট্রিক বাইক নিয়ে কাজ করছে। একটি ইন-হাউস ও একটি অফ-রোড মোটরসাইকেল নিয়ে কাজ করছে কোম্পানি। স্প্যানিশ ইভি স্টার্টআপ ‘স্টার্ক মোটরসাইকেল’ এই বাইক তৈরি করছে। এটি চার্জ হতে ২ ঘণ্টা সময় নেয় যা প্রায় ৬ ঘণ্টা রাইড দিতে সক্ষম। এর ওজন ১১০ কেজি।
https://bangla-bnb.saturnwp.link/harbal-ca-pan-korun/
রয়েল এনফিল্ডের আপকামিং ইলেকট্রিক বাইক দুইটি কোম্পানির বাকি ক্রুজার বাইকের মতোই আরামদায়ক বাইক হবে। অন্যদিকে স্টার্ক মোটরসাইকেল দিয়ে তৈরি করা বাইকটি একটি বৈদ্যুতিক অ্যাডভেঞ্চার বাইক হতে পারে। কোম্পানি চেন্নাইয়ের কাছে ভালম ভাদগালে এই বাইকটি তৈরি করবে।