Samsung Galaxy S23 FE এই ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। ওয়্যারড এবং ওয়্যারলেস, দু’ধরনের চার্জিং ফিচারের সাপোর্টই থাকতে পারে এই ফোনে।
দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং ভারতে নতুন ফ্যান এডিশন ফোন লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি। এবার লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই ৫জি ফোন। ভারতে লঞ্চের পর এই ফোন কেনা যাবে অ্যামাজন থেকে।
শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই ৫জি ফোনে একটি Exynos 2200 প্রসেসর থাকতে পারে। ‘এক্স’ মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি ফ্যান এডিশনের ফোনের যে টিজার প্রকাশিত হয়েছে সেখানে দেখা গিয়েছে তিনটি ক্যামেরা সেনসর রয়েছে। গোলাকার ক্যামেরা মডিউলে সাজানো রয়েছে সেনসর। ফোনের পিছনের অংশে লম্বালম্বি সাজানো থাকবে এই ক্যামেরা সেনসরগুলি। স্যামসাংয়ের এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।
স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই ৫জি ফোনে অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট থাকতে পারে। চার বছরের জন্য অপারেটিং সফটওয়্যারের আপডেট পাওয়া যেতে পারে এই ফোনে। এর পাশাপাশি পাঁচ বছরের জন্য সিকিউরিটি ফিচারের আপডেট পেতে পারেন ইউজাররা। স্যামসাংয়ের আসন্ন ফোনে ৬.৪ ইঞ্চির ডায়নামিক AMOLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১২০ হার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্যান এডিশন ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে, যেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশ ফিচারের সাপোর্ট থাকতে পারে।
এছাড়াও ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেনসর এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। ওয়্যারড এবং ওয়্যারলেস, দু’ধরনের চার্জিং ফিচারের সাপোর্টই থাকতে পারে এই ফোনে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই ৫জি ফোন ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। এই দুই ভ্যারিয়েন্টের দাম হতে পারে যথাক্রমে ৫৪,৯৯৯ টাকা এবং ৫৯,৯৯৯ টাকা।
https://bangla-bnb.saturnwp.link/shite-probinder-care/
এবার দেশের বাজারে হাজির হয়েছে মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোন। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। Black Beauty, Caneel Bay, Soothing Sea- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে মোটোরোলার নতুন ফোন। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোন। বিভিন্ন রিটেল স্টোর থেকেও এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে।