স্যামসাং মোবাইল বাজারে খুবই জনপ্রিয় ব্র্যান্ড, একাধিক স্মার্টফোন লঞ্চ করছে বিগত কয়েক বছরে। স্যামসাং এর স্মার্টফোন অনেকে ভরসা রেখে কেনেন। বেশ কয়েক দিন ধরে গুঞ্জন চলছে যে স্যামসাং আরও একটি চমৎকার স্মার্টফোন নিয়ে আসতে চলেছে।
যার মধ্যে থাকবে শক্তিশালী ক্যামেরা ও ব্যাটারি। এতে (Samsung Galaxy S30 Ultra) ২০০ মেগাপিক্সেলের চেয়ে বড় ক্যামেরা দেখা যাবে। ফলে যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই ফোন হতে পারে ভালো অপশন।
Samsung Galaxy S30 Ultra স্মার্টফোনটিতে থাকতে পারে ২১০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭০৭০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। ফলে ফোনটি খুব দ্রুত চার্জ হবে। সেই সঙ্গে ব্লুটুথ, ওয়াইফাই, হটস্পটের মতো ফিচারও কানেক্টিভিটির জন্য পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এস৩০ আল্ট্রা স্মার্টফোনটিতে রয়েছে ৪কে রেজোলিউশনের ৬.৯ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস সুরক্ষা দেওয়া হতে পারে কোম্পানির পক্ষ থেকে। প্রসেসর হিসেবে এতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy S30 Ultra স্মার্টফোনটি ১২ জিবি/১৬ জিবি/১৮ জিবি RAM এবং ২৫৬ জিবি/৫১২ জিবি/১ টিবি ইন্টারনাল স্টোরেজ অপশনের সঙ্গে বাজারে পাওয়া যেতে পারে। এর পেছনে রয়েছে ৪ মেগাপিক্সেলের ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা ২০৮ মেগাপিক্সেল এবং অন্য তিনটি ১০৮ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিং এর জন্য থাকছে ৬৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি প্রিমিয়াম সেগমেন্টের ফোন, তাই দাম একটু বেশি পড়বে। প্রায় ৪৬ হাজার টাকা।