জয় দিয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে এসেই হোচট খায় বাংলাদেশ। খুব ভালো সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ইংলিশদের সাথে পেরে উঠেনি নিগার সুলতানা জ্যোতিরা। এবার টাইগ্রেসদের প্রতিপক্ষ ক্যারিবীয় কন্যারা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে মিশ্র অনুভূতির পর আজ মাঠে নামবে তারা নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে। শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ নারী দলের মুখোমুখি হবে টাইগ্রেসরা। শারজায় খেলা শুরু রাত ৮টায়।
প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় পেলে হয়তো তা নিশ্চিত হয়ে যেতো। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সাথে হেরে যাওয়ায় অপেক্ষা দীর্ঘ হয়েছে। কঠিন হয়েছে সমীকরণ।
তবে এখনো বেঁচে আছে শেষ চারের স্বপ্ন। আজ ক্যারিবীয় কন্যাদের হারাতে পারলেই সে পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। তবে হারাতে হবে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকান নারীদেরও।
প্রোটিয়াদের সাথে কী হবে, তা পরেই দেখা যাবে। তবে শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ ওয়েস্ট ইন্ডিজ নারী দলকে হারাতেই হবে। যদিও শক্তির বিচারে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে ক্যারিবিয়ানরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনো জয় অধরা বাংলাদেশের। ২০১৪, ২০১৬ ও ২০১৮ বিশ্বকাপে দলটির বিপক্ষে তিনবার খেলেও পায়নি জয়ের স্বাদ। তবুও এবার জয়ের লক্ষ্যেই মাঠে নামবে টাইগ্রেসরা।
ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘এখনো সেমিফাইনালের দিকেই চোখ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের চেয়ে ভালো খেলতে পারলে আমাদের সেমিফাইনালের স্বপ্ন বেঁচে থাকবে। আমরা চাইব যেন সুযোগটা আমরা নিতে পারি।’
এই নিয়ে আরেক টাইগ্রেস নাহিদা আক্তার বলেন, ‘আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি জিততে পারি, তাহলে সেমিফাইনালে যাওয়াটা সহজ হবে। জয়ের জন্য নামব আমরা এবং জেতার জন্য যা যা করা দরকার, চেষ্টা করব করার।’