আজকাল আর স্মার্টফোনে গেম খেলার জন্য দামি স্মার্টফোন কেনার প্রয়োজন হয় না। মিডরেঞ্জ ও বাজেট স্মার্টফোনেও আজকাল হাই গ্রাফিক্স গেম খেলা সম্ভব। তবে গেমিংয়ের মজা উপভোগ করতে চাইলে এখনও ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তুলনা নেই। কারণ গেমিংয়ের অভিজ্ঞতা অনেকটাই নির্ভর করে ফোনের হার্ডওয়্যারের উপরে। তবে খুব ভালো হার্ডওয়্যার না থাকলেও স্মার্টফোনে গেম খেলার অভিজ্ঞতা আগের থেকে ভালো করবেন কীভাবে? দেখে নিন-
ব্যাকগ্রাউন্ড অ্যাপ
আপনার স্মার্টফোনে তুলনামূলক কম RAM থাকলে গেম খেলা শুরু করার আগে সব ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করে দিন। ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করার পরে RAM খালি হবে, যা গেমিংয়ের অভিজ্ঞতা ভালো করবে।
পাওয়ার সেভিং মোড
অনেকেই নিজের ফোনে একটু বেশি ব্যাটারি ব্যাক আপের জন্য পাওয়ার সেভিং মোড ব্যবহার করেন। কিন্তু এই মোড চালু থাকলে ফোনের হার্ডওয়্যার সম্পূর্ণ শক্তি নিয়ে কাজ করে না। তাই গেম খেলার অভিজ্ঞতা খারাপ হতে পারে। এই কারণে গেম খেলা শুরু করার আগেই পাওয়ার সেভিং মোড বন্ধ করে দিন।
গেম মোড / হাই পারফর্মেন্স মোড
অনেক ফোনে ভালো পারফর্মেন্সের জন্য থাকে পৃথক মোড। এই মোডে স্মার্টফোন গেমের ভারি মতো অ্যাপ চালানোয় বেশি প্রাধান্য দেয়। তাই আপনার ফোনে কোনও হাই পারফর্মেন্স মোড অথবা গেমিং মোড থাকলে তা চালু করে দিন। তবে এই মোডে দ্রুত ব্যাটারি শেষ হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে গেমিং শেষ হলে এই মোড বন্ধ করে দিতে পারেন।
গেম বুস্টার অ্যাপ
গেম বুস্টার অ্যাপ ব্যবহার করলে ফোনের সিস্টেম পারফর্মেন্স গেমের জন্য অপটিমাইজ হয়। এই অ্যাপ নিজে থেকেই অপ্রয়োজনীয় সব অ্যাপ বন্ধ করে দিতে পারে। ফলে আপনি গেমিংয়ের সেরা অভিজ্ঞতা পেয়ে যাবেন।
WiFi ব্যবহার
গেম খেলার সময় 4G ডেটা ব্যবহার না করে WiFi ব্যবহার করুন। 4G কানেকশনে গেম খেললে ল্যাগ হওয়ার সম্ভাবনা থাকে। তবে WiFi কানেকশনে গেম খেললে ল্যাগ হওয়ার সম্ভাবনা কম।
গেম সেটিংস
গেম সেটিংস ওপেন করে গ্রাফিক্স সেটিংস যাচাই করে নিন। গেম সেটিংস ঠিকভাবে ব্যবহার করলে মসৃণ গেমিং অভিজ্ঞতা পেয়ে যাবেন।
ক্যাশ ক্লিয়ার
স্মার্টফোনের ক্যাশ ডেটা ক্লিয়ার করলে এক ধাপে অনেকটা স্টোরেজ ফ্রি হয়ে যায়। স্মার্টফোনে ভালো গেমিং অভিজ্ঞতার জন্য অনেকটা ফাঁকা স্টোরেজ প্রয়োজন হয়। তাই আপনার ফোনে স্টোরেজ কমে এলে এই পদ্ধতি ব্যবহার করুন।
হোম স্ক্রিন উইজেট
স্মার্টফোন হোমস্ক্রিনে উইজেট থাকলে তা অনেকটা হার্ডওয়্যার রিসোর্স নষ্ট করে। তাই গেম খেলার আগে হোমস্ক্রিন উইজেট ডিলিট করে দিলে পারফর্মেন্সে উন্নতি হবে।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%b8%e0%a6%bf/
সফটওয়্যার আপডেট
অনেক সময় ফোনে সফটওয়্যার আপডেটের মাধ্যমে পারফর্মেন্সে উন্নতি হয়। যা ভালো গেমিং অভিজ্ঞতা পেতে সাহায্য করে। তাই ফোনে কোন সফটওয়্যার আপডেট বাকি থাকলে তা করে নিন।