বর্তমান সময়ে কম বেশি সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। ব্যক্তিগত ক্ষেত্র থেকে শুরু করে অফিশিয়াল সর্বদাই এই ডিজিটাল গ্যাজেটটি ব্যবহার করা হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে আমাদের বেশকিছু ভুলের কারণে হ্যাকাররা বিভিন্নভাবে আমাদের স্মার্টফোনে ভাইরাস ছড়িয়ে দেয়। ফলে হ্যাকারা স্মার্টফোন থেকে অ্যাক্সেস নিয়ে তথ্য চুরি, ব্যক্তিগত তথ্য দিয়ে ব্ল্যাকমেলসহ ব্যবহারকারীদের নানা রকম জটিলতার মধ্যে ফেলে থাকে। শুধু তাই নয় এসব পাতানো ফাঁদের মাধ্যমে হাতিয়ে নেয়া হয় মোটা অংকের টাকাও।
চলুন জেনে নেয়া যাক স্মার্টফোনকে ভাইরাসের আক্রমণ থেকে সুরক্ষিত রাখার উপায়ঃ-
★ অনেক সময় দেখা যায় শেয়ারিংয়ের মাধ্যমে অনেকেই কিছু লিংক পাঠিয়ে থাকে। এরকম পাঠানো লিংকে ভুলক্রমেও প্রবেশ করা যাবে না। কেননা এসব লিংকের মাধ্যমে স্মার্টফোনে ভাইরাস প্রবেশ করতে পারে। তাই এসব অজানা লিংক পরিহার করে চলতে হবে।
★ হোয়াটসঅ্যাপে, ই-মেইল বা মেসেঞ্জারের মাধ্যমে অফার বা ছবির কোনো অজানা লিংক পাওয়া মাত্র তাতে প্রবেশ করা যাবে না। কারণ এ ধরণের লিংক অনেক বিপদ ডেকে আনে। তাই স্মার্টফোন সুরক্ষিত রাখতে এসব লিংক ডিলিট করে ফেলতে হবে।
★ ম্যালওয়ার সংযুক্ত কোনো ভুয়া নকল ওয়েবসাইটে ঢুকা করা মাত্রই স্মার্টফোনে ভাইরাস প্রবেশ করতে পারে। এ রকম সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে থাকতে হবে।
★ থার্ড-পার্টি অ্যাপর মাধ্যমে ফোনের মধ্যে ভাইরাস প্রবেশ করতে পারে। তাই স্মার্টফোনে থার্ড-পার্টি না রাখাই উচিত।
★ অনেক জায়গায় বিনামূল্যে ওয়াই-ফাই সংযোগের প্রলোভন দেখিয়ে সংযোগ করতে বলে। এই বিনামূল্যে ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে ফোনে ঢুকে যেতে পারে ভাইরাস। তাই যেকোনো জায়গায় থাকা বিনামূল্যে ওয়াই-ফাই কানেক্ট না করাই ভালো।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b2/
এছাড়াও ভাইরাসের আক্রমণে স্মার্টফোনের নানাবিধ সমস্যা যেমন- ফোন গরম হয়ে যাওয়া, ধীরে কাজ করা, দ্রুত চার্জ শেষ হওয়াসহ আরও অনেক ধরণের সমস্যা দেখা দিতে পারে।