প্রতিটি সম্পর্কে উত্থান-পতন থাকে। আর বন্ধুত্ব হল এমন একটা সম্পর্ক যা নানা দ্বন্দ্বের মধ্য দিয়ে অতিক্রম করে। আমরা আমাদের বন্ধুদের সাথে যতই ঝগড়া করি না কেনো তাকে ছাড়া আমাদের এক মুহুর্তও চলে না। ঝগড়া করে আমরা আমদের বন্ধুদের সাথে অনেক দিন কথা বলি না। অভিমান করে বসে থাকি। এতে দুইজনেই কষ্টে থাকি। এই কষ্টে থাকার চেয়ে, অভিমানগুলো মুছে ফেলুন।
সময় নিন
বেশি আবেগে বা রাগে আমরা অনেক কিছু বলে ফেলি। কিছু কথাতে অপরপক্ষ আঘাত পায়। তাই বেশি উত্তেজিত হয়ে গেলে কথা বলা থেকে বিরত থাকুন। নিজেকে শান্ত রাখুন।
কথা বলুন
মাথা ঠাণ্ডা হলে বন্ধুর সাথে কথা বলুন। নিজের দোষ থাকলে তা মেনে নিন। আপনার বন্ধুর কথাগুলো শুনুন। তার দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করুন। এরপর দুইজন মিলে সমাধান করুন।
ক্ষমা চাওয়া
ভুল করে থাকলে ক্ষমা চেয়ে নিবেন। ক্ষমা প্রার্থনা করা লজ্জার কিছু না। বরং মহৎ কাজ।
সমঝোতা খুঁজুন
দুইজন মিলে একটি সমঝোতায় আসুন। বন্ধুর জন্য একটু ছাড় দিন। সমাধান খোঁজার চেষ্টা করুন।
https://bangla-bnb.saturnwp.link/ghorwa-wayte-skin/
বন্ধুত্ব এগিয়ে নিন
যেকোনো সমস্যাই হোক না কেনো চেষ্টা করুন সমাধান করার। না হলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়া যাবে না। বন্ধুত্বকে শক্তিশালী গড়ে তোলার দিকে মনোনিবেশ করুন।