সাজসজ্জার শেষ ধাপে একটু সুগন্ধি মেখে না নিলে পুরো সাজে পূর্ণতাই আসে না। বলা হয়, সুগন্ধি হচ্ছে এমন এক প্রসাধনী যা ব্যক্তির উপস্থিতিকে আকর্ষনীয় করে তোলে। ব্যক্তির রুচিও প্রকাশ পায় সুগন্ধি দিয়েই। এত গুরুত্বপূর্ণ যে অনুষঙ্গ তার ব্যবহার সঠিকভাবে না হলেই না।
অনেকেই জানেন না সুগন্ধি কিভাবে ব্যবহার করলে ঘ্রাণ দীর্ঘস্থায়ী হয় কিংবা কিভাবে ব্যবহার করা উচিৎ। জেনে নিন আজ সেসবই-
পালস পয়েন্টে স্প্রে করুন
সুগন্ধি কোথায় স্প্রে করবেন এটা অনেকেরই অজানা। বেশিরভাগ মানুষই ভাবেন জামার উপরিভাগে সুগন্ধি মাখাটাই হচ্ছে নিয়ম। কিন্তু এভাবে জামায় দাগ পরতে পারে এবং ঘ্রাণও দীর্ঘস্থায়ী হয় না।
সুগন্ধি স্প্রে করুন পালস পয়েন্টে। কবজী, কনুই, কানের পেছনে, নাভীতে, ঘাড়ে সুগন্ধি স্প্রে করতে পারেন। শরীরের উষ্ণ স্থান এগুলোই। ফলে এসব স্থানে স্প্রে করলে সুগন্ধি ঘ্রাণ ছড়াতে থাকে দীর্ঘসময় ধরে।
সুগন্ধি ঘষা যাবে না
পালস পয়েন্টে সুগন্ধি মেখে সাধারণ একটা ভুল অনেকেই করেন। আর সেটি হচ্ছে- সুগন্ধি মাখা স্থানটি ঘষা। এ কাজ একেবারেই করা যাবে না। কেননা, এতে সুগন্ধির টপ নোট নষ্ট হয়ে যায় এবং ঘ্রাণ দ্রুতই বাতাসে মিলিয়ে যায়।
সুগন্ধি
পালস পয়েন্টে সুগন্ধি মেখে সে স্থানটি ঘষতে থাকার ভুলটি অনেকেই করেন
কোথায় রাখা সুগন্ধিটি? সুঘ্রাণ টিকে থাকুক বহুবছর এমনটা কে না চায়। কিন্তু প্রিয় সুগন্ধি টিকিয়ে রাখতে যথাস্থানে রাখছেন কি না সেটাও গুরুত্বপূর্ণ। যেকোন সুগন্ধি দীর্ঘদিন ভালো থাকবে যদি সেটি ঠান্ডা, শুকনা, একটু অন্ধকারাচ্ছন্ন স্থানে রাখা হয়। এমন স্থানে রাখা সুগন্ধির ঘ্রাণ অটুট থাকে বহুদিন।
বাতাসে সুগন্ধি ছড়ান
কোন অনুষ্ঠানে যাওয়ার আগে শেষবার সুগন্ধি স্প্রে করতে পারেন বাতাসে। এবার সুগন্ধি যেখানে স্প্রে করেছেন সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন। সুঘ্রাণ ছড়িয়ে পড়বে পুরো শরীরে। ব্যস পরিবর্তন নিজেই টের পাবেন।
https://bangla-bnb.saturnwp.link/body-balance/
গোসলের পর
সুগন্ধি দীর্ঘক্ষণ টিকে থাকে যদি গোসলের পর এটি গায়ে মাখেন। তবে অবশ্যই শরীর ভালোভাবে মুছে নিতে হবে।