বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খানের প্রেম জীবন নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করেছেন। পাশাপাশি তার চেহারা এবং ত্বকের রং নিয়েও নানা মন্তব্য করেন নেটিজেনরা।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সুহানা তার বাবার সঙ্গে ‘দ্য কিং’ সিনেমার শুটিংও করছেন। সিনেমার কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তার গায়ের রং নিয়ে নেটিজেনদের মাঝে প্রশ্ন উঠেছে ।
গায়ের রং আগের থেকে ফর্সা দেখাচ্ছে বলে অনেকে মন্তব্য করেছেন। যে কারণে অনেকেরই ধারণা, চিকিৎসা করিয়েছেন সুহানা। এই ঘটনায় নেটিজেনদের কেউ যেমন তীব্র সমালোচনা করেছেন, তেমনই আবার কেউ কেউ সুহানার পাশে দাঁড়িয়ে সমালোচনার জবাব দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্ত লিখেছেন, ‘তিনি যে পরিমাণ ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছেন, আমি মোটেও অবাক হব না যদি তিনি চিকিৎসকের পরামর্শ মতো গায়ের রং পরিবর্তন করার চেষ্টা করেন।’
https://bangla.believenoborder.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8/
সম্প্রতি সুহানার একটি বিজ্ঞাপনের কিছু স্ক্রিনশট ‘রেডডিটে’ শেয়ার করা হয়েছিল। যেখানে তার ত্বক আগের থেকে ফর্সা দেখানোয় অনেকেরই প্রশ্ন, নিশ্চয়ই কোনও চিকিৎসা করিয়েছেন। তবে এটা নতুন বিষয় নয়। ছোটবেলা থেকেই নানা কারণে সমালোচনার শিকার হয়েছেন সুহানা।