বাংলাদেশ ক্রিকেটে এখন রাজনীতির হওয়া বইছে। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা এখন রাজনীতির মাঠে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে বাকিরাও কি রাজনীতিতে যোগ দিবেন। এ ছাড়াও রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে বিসিবি সভাপতির পদও।
তাই ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ অথবা বিসিবি সভাপতির চেয়ারে বসতে চান কি না এমন প্রশ্নের মুখোমুখি হন তামিম ইকবাল। জবাবে তিনি বলেন, ভাই, এটা খুব রিস্কি একটা কথা। এখন আমি আপনাদের না বললাম। এরপর দেখা গেল ১০ বছর পর এমন কিছু ঘটে। তখন আপনি এটা ধরে দেখিয়ে দেবেন যে, আমি এ সময় ‘না’ বলেছিলাম।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ফরচুন বরিশালের অধিনায়ক। রাজনীতি নিয়ে তামিমের আপাতত কোনো পরিকল্পনা নেই। কিন্তু সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিলেন না তিনি।
সংসদ সদস্য হয়েই এর মধ্যেই বিসিবির সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন সাকিব। তামিমের এমন কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে টাইগার এই ওপেনার বলেন, আমার এইসবে কোনো কিছু মনে হয় না। ইউ নেভার নো, ফিউচার আপনাকে কোন জায়গায় নিয়ে যায়। যদি আল্লাহ আমার কপালে ওই রকম কিছু লিখে রাখেন, সেটা অটোমেটিক্যালি হবে। ওইটা আমি জোর করে চেয়ে নিতে পারব না।