দেশে গাড়ির বাজারে অন্যতম জনপ্রিয় সংস্থা হল টাটা মোটরস্। এই সংস্থার কারখানায় তৈরি হয় একাধিক গাড়ি যাতে রয়েছে নজরকাড়া ফিচার্স ও দুর্দান্ত মাইলেজ। তাই গাড়ির দুনিয়ায় এটি একটি জনপ্রিয় সংস্থা। বর্তমানে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলে একাধিক গাড়ি তৈরির সংস্থা তাদের কারখানায় তৈরি করছে বৈদ্যুতিক গাড়ি। আর তা মানুষের কাছে হয়ে চলেছে বেশ জনপ্রিয়। মানুষ এই সংস্থার গাড়িতে নিজের চাহিদা পূরণ করতে পারছে।
টাটা মোটরস্-এর দু’টি জনপ্রিয় গাড়ি হল টাটা Altroz Ev এবং টাটা Nexon Ev। এবার এর সঙ্গে আরেকটি গাড়ি লঞ্চ করতে চলেছে টাটা মোটরস্। এই সংস্থা তৈরি করেছে আরেকটি বৈদ্যুতিক গাড়ি। আর সেটি হল Tata Avinya EV। গাড়িটিকে নতুন ডিজাইনে তৈরি করা হয়েছে। এটির এসইউভিটিকে নতুন রূপ দেওয়া হয়েছে। তবে এবার জেনে নেওয়া যাক নতুন টাটা মোটরস্-এর বৈদ্যুতিক গাড়ি Tata Avinya EV সম্পর্কে।
টাটার নতুন গাড়িটি তৈরি জেনারেশন ৩ আর্কিটেকচারের উপর ভিত্তি করে। সংস্থার তরফে জানানো হয়েছে গাড়ির ৫০০ কিলোমিটার রেঞ্জ নিয়ে লঞ্চ হবে। এটিতে দেওয়া হয়েছে বড় ব্যাটারির প্যাক। এছাড়া রয়েছে বাটারফ্লাই দরজা। এই দরজাগুলি সামনে থেকে খোলা হয় ও পিছনের দরজা পিছন থেকে খোলা হয়। গাড়িটির সমস্ত লাইট হবে এলইডি। এর পাশাপাশি গ্রাহক গাড়িটতে পাবেন এমপিভি, হ্যাচব্যাক ও ক্রসওভার।
গাড়িটি ৪ সেকেন্ডে সাধারণ অবস্থা থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতি নিতে সক্ষম। গাড়িটিতে রয়েছে ডুয়াল ইলেকট্রিক মোটর সেটআপ। একটি প্যানোরামিক সানরুফ, অ্যারোমা ডিফিউজার ও রোটেট সিট থাকবে। মনে করা হচ্ছে আন্তর্জাতিক বাজারে গাড়িটি বিক্রি করবে টাটা। গাড়িটি দাম হতে ২০ লক্ষ টাকা এমনটাই মনে করা হচ্ছে।