বেঙ্গালুরু ভিত্তিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা স্টার্টআপ সংস্থা Pravaig ডায়নামিক্স সৌদি আরবে তাদের কারখানা স্থাপন করতে চলেছে। এই কাজের জন্য সৌদি আরব প্রশাসনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। জানা গিয়েছে যে সৌদি আরবে প্রায় ১০ লাখ বৈদ্যুতিক গাড়ি তৈরির লক্ষ্য নিয়েছে কোম্পানি। সৌদি ছাড়াও যুক্তরাষ্ট্র, উপসাগরীয় ও ইউরোপীয় দেশগুলোর জন্য বৈদ্যুতিক যানবাহন উৎপাদন করবে এই ভারতীয় স্টার্ট আপ।
প্রভাইগ Defy নামে একটি শক্তিশালী গাড়ি তৈরি করছে। অসাধারণ এই গাড়িটি ফুল চার্জে ৫০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই শক্তিশালী গাড়িটি ৪০২ বিএইচপি পাওয়ার দিতে সক্ষম হবে। একই সঙ্গে আশা করা হচ্ছে যে এই গাড়িটি সর্বোচ্চ ঘণ্টায় ২১০ কিলোমিটার বেগে ছুটতে পারবে।
প্রাভাইগ ডিফাই ৬২০ এনএম এর পিক টর্ক উৎপাদন করতে পারবে। ভারতীয় মুদ্রায় দাম অনুযায়ী ৩৯.৫০ লক্ষ টাকায় এক্স-শোরুমে পাওয়া যাবে এই গাড়ি। শিগগিরই এর নির্মাণ কাজ শুরু হবে। কোম্পানি ও সৌদি আরবের মধ্যে চুক্তি অনুযায়ী ইভি নির্মাতা প্রতিষ্ঠানটি ইভি, এআই চালিত সল্যুশন, অ্যাডভান্সড ব্যাটারি এবং এনার্জি স্টোরেজ সল্যুশন সহ সাপ্লাই ও সার্ভিস ভেহিকেলের দিকেও সমানভাবে গুরুত্ব দেবে।
প্রভেগ ডায়নামিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও সিদ্ধার্থ বাগরি জানিয়েছেন, ‘এই চুক্তি ভারতীয় স্টার্টআপগুলিকে তাদের প্রযুক্তি বিশ্বের কাছে উপস্থাপনের সুযোগ করে দেবে। এই মাইলফলকটি আমাদের অভিন্ন ভাগ্য এবং মূল্যবোধে বৈশ্বিক প্রযুক্তির ল্যান্ডস্কেপকে আকার দেওয়ার সম্ভাবনার প্রতিনিধিত্ব করে।’ তিনি বলেন, ‘আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি আমাদের অনন্য ধারণা প্রদান করতে এবং প্রযুক্তির সাথে মানুষের সম্পর্ককে আরো ভালো করতে সক্ষম করবে।’