টেকনো তাদের নতুন স্মার্টফোন Tecno Pop 8 ভারতেরবাজারে উন্মোচন করেছে। এটি একটি এন্ট্রি লেভেলের ফোন। এর দাম ৫,৯৯৯ টাকা (ব্যাংক অফার সহ)। ৪ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ অপশনে এই ফোনটি লঞ্চ করা হয়েছে। বিশেষ বিষয় হলো, সস্তার এই স্মার্টফোনে iPhone-র মতো ডায়নামিক আইল্যান্ড ফিচার দিচ্ছে প্রতিষ্ঠানটি।
ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরা (Camera) দেখতে পাবেন। এ ছাড়া এই ফোনটিতে (Mobile Phone) রয়েছে শক্তিশালী ব্যাটারি ও প্রসেসর। আগামী ৯ জানুয়ারি থেকে ফোনটির বিক্রি শুরু হবে। ব্যবহারকারীরা অ্যামাজন ইন্ডিয়া (Amazon) থেকে এটি কিনতে পারবেন।
এই ফোনে ৭২০×১৬১২ পিক্সেল রেজোলিউশনের ৬.৬ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে দিচ্ছে কোম্পানি। এই ডিসপ্লেটি ডায়নামিক পোর্ট এবং ৯০ হার্জের রিফ্রেশ রেটের সাথে আসে। ফোনটিতে রয়েছে ৪ জিবি এলপিডিডিআর ৪ এক্স RAM এবং ৪ জিবি এক্সটেন্ডেড স্টোরেজ ফিচার। প্রসেসর হিসেবে এতে উন্নত জি৫৭ জিপিইউ সহ ইউনিসক টি৬০৬ ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ১২ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং একটি এআই লেন্স দিচ্ছে প্রতিষ্ঠানটি। সেলফি তোলার জন্য এই ফোনে পাবেন ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির ফ্রন্ট ক্যামেরাটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ সহ আসে। ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য এতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।
মাইক্রো এসডি কার্ড স্লটের সাথে আসা এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশন ভিত্তিক হাইওএস ১৩.০ তে কাজ করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
https://inews.zoombangla.com/truecaller-7-feture/
লাউড সাউন্ডের জন্য এতে রয়েছে ডিটিএস অডিও এবং স্টেরিও স্পিকার সেটআপ। কানেক্টিভিটির জন্য ফোনটিতে ডুয়াল সিম, ফোরজি, ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএসের মতো অপশন দেওয়া হয়েছে। এই ফোনটি মিস্ট্রি হোয়াইট, আলপেংলো গোল্ড এবং গ্র্যাভিটি ব্ল্যাক এই তিনটি রঙে পাওয়া যাবে।