গাড়ি বড় হলেই যে তা গুণগত মানে সেরা হবে, বিষয়টি সেরকম নয়। তবে বড় গাড়ির সঙ্গে বিত্ত ও ক্ষমতার এক ধরনের যোগসূত্র খুঁজে পান অনেকেই। তাই এ বিষয়টি নিয়ে আগ্রহ কমবেশি অনেকেরই আছে।
নামে ‘ক্যাব’ হলেও এটা আমাদের চেনাজানা ট্যাক্সি ক্যাবের মতো নয় মোটেও। বরং পিকআপ ট্রাকের প্রযুক্তি আর সক্ষমতা– এ দুইয়ের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে। বাণিজ্যিক ট্রাকের মধ্যে অন্যতম স্থান দখল করে আছে এই গাড়িটি। এতে আছে ১৬০ ইঞ্চির হুইলবেস।
শুধু আকারেই নয়, গতিতেও দুর্দান্ত এই গাড়িটি। গতির সঙ্গে কোনো আপোষ না করেই এর লোডিং বে-তে ৬ হাজার ২০০ পাউন্ড ওজন বহন করা যায়। ‘সুপার’ অভিজ্ঞতা পেতে চালককে নিরাশ করে না ‘সুপার ডিউটি’। এছাড়াও এতে আছে ৬ দশমিক ৭ লিটারের পাওয়ার স্ট্রোক ভি-৮ ইঞ্জিন, যা ঊর্ধ্বে ৪৭৫ হর্সপাওয়ারে চলতে পারে।
টাইটানিকের মতো জাহাজে পুরাদস্তুর শহর নিয়ে ঘুরে বেড়ানো যায়, তা আমরা মেনে নিতে পারলেও স্থলপথে চলা গাড়িতে কখনো জাকুজি, সুইমিংপুল এমনকি গলফ খেলার ছোটখাটো মাঠ থাকতে পারে, এ যেন এক অলীক কল্পনা। কিন্তু ‘দ্য আমেরিকান ড্রিম’ নামের ১০০ ফুট দীর্ঘ গাড়িটিতে যাত্রীদের সুবিধার জন্য টেলিফোন, ফ্রিজ, একাধিক টেলিভিশন ইত্যাদি পণ্যেরও অভাব নেই। সঙ্গে বাড়তি পাওনা হিসেবে আছে একটি হেলিপ্যাডও, যা কিনা গাড়ির সঙ্গে যুক্ত থাকে এবং ৫০০০ পাউন্ড ওজন বহন করতে সক্ষম। ক্যাডিলাক এলডোরেডো গাড়ির ১৯৭৬ সালের মডেলের আদলে এটি নির্মাণ করা হয়।
তাই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের দীর্ঘতম গাড়ি– নামকরণেই আমেরিকানদের স্বপ্ন এই বাহনটির কথা না বলে এ তালিকা পূর্ণ হবার নয়। ১৯৮৬ সালেই বিশ্বের দীর্ঘতম গাড়ির তকমা কেড়ে নিয়েছিল এটি।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a7%81/
পরবর্তীতে ২০২২ সালের দিকে বহু বছরের ঘষামাজার পর আবারো নিজের রেকর্ড কেড়ে নেয় এই জাদুকরী যান। এই লিমোজিনটিতে করে আরামসে ৭৫ জন যাত্রী সফর করতে পারবেন। নামকরণের সার্থকতা ধরে রাখতে কোনো দিক দিয়েই পিছিয়ে নেই ‘দ্যা আমেরিকান ড্রিম’