জাপানের রাজধানী টোকিও শহরে ২৬ সেপ্টেম্বর টোকিও গেম শো (টিজিএস) ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহত্তম গেম শোতে প্রথমবার বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান হিসেবে অংশ নিচ্ছে সফটওয়্যার ও গেম ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান রাইজাপ ল্যাবস।
বাংলাদেশের সফটওয়্যার ও গেম ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান তাদের সমৃদ্ধ পোর্টফোলিও ও গেম তৈরির সঙ্গে দেশীয় ও বৈশ্বিক বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। ভবিষ্যতে রাইজাপ ল্যাবসের সব অর্জন টোকিওর মঞ্চে উপস্থাপন করা হবে।
প্রতিবছর বিশ্বব্যাপী জনপ্রিয় এই অনুষ্ঠানে থাকে গেমিংয়ের রোমাঞ্চকর সব প্রদর্শনী। থাকে গেমিংবিষয়ক নিত্যনতুন সব প্রযুক্তি, তথ্য ও বহুল প্রত্যাশিত কিছু রিলিজ। আয়োজনের বিশেষ আকর্ষণ হলো এক্সিবিশন প্রোগ্রাম, যেখানে কয়েকটি দেশের সফল গেমিং প্রতিষ্ঠান তাদের উদ্ভাবন প্রদর্শন করে।
প্রসঙ্গত, ২০২৩ সালে ৭৮৭টি এক্সিবিটর, ২ হাজার ৬৮২ বুথ ও মোট ২ লাখ ৪৩ হাজার ২৩৮ দর্শনার্থীর উপস্থিতি ইভেন্টিকে সর্ববৃহতের মর্যাদা দিয়েছিল। দর্শনার্থীর তালিকা দেখে উদ্যোক্তারা ধারণা করছেন, চলতি আসর আগের সব আয়োজন ছাড়িয়ে যাবে।
বিশ্বের বেশ কিছু দেশ থেকে গেমিং ভক্তরা এ আসরে হাজির হন। নতুন সব গেম, ট্রেন্ড, প্রযুক্তি ও উদ্ভাবন– সবকিছুর মিশেলে দারুণ এক জগৎ। অন্যদিকে বড় বড় সব প্রকাশক ও গেমিং নির্মাতার আনাগোনা তো আছেই। প্রদর্শকদের প্রধান লক্ষ্য থাকে প্রকাশক ও অন্য সব প্রতিষ্ঠানকে আকৃষ্ট করে নতুন সুযোগ খুঁজে আনা, নতুন ডিল বা সহযোগী খুঁজে বের করা।
অ্যানিমেশন ও গেমিং খাতে জাপান যেন আকাশছোঁয়া। বিশেষ এমন প্রযুক্তিমঞ্চে অংশগ্রহণকে দারুণ সুযোগ হিসেবে দেখছেন রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এরশাদুল হক। তিনি বলেন, রাইজাপ ল্যাবসের যাত্রা শুরু হয় গেমিং নির্মাতা হিসেবে। বাংলাদেশে এই মার্কেটকে নতুন ও সফলরূপ দিতে কাজ করছি। গেমিং খাতে সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবন প্রকাশের ব্যাপক সুযোগ এখানে আছে। এবারও বিশেষ নির্মাতাদের মধ্যে নিন্টেন্ডো, এক্সবক্স, সনি, স্কয়ার এনিক্স, সেগা উপস্থিত থাকবে। সঙ্গে থাকবে জনপ্রিয় সব গেমের স্ক্রিনিং ও খেলার সুযোগ। কিনোট স্পিচ, সেমিনার ছাড়াও ওপেন ফোরামে গেমিং প্রযুক্তি ও ট্রেন্ড নিয়ে ইন্ডাস্ট্রির নেতারা বক্তব্য দেবেন।