কথায় আছে একটি গাছ একটি প্রাণ। এই কথাটি ছোট বেলা থেকে আমরা সকলেই শিকেছি। কিন্তু মানুষ তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী একের পর এক গাছ কেটে চলেছে। কেউ কেউ কাটে বড়ো বড়ো বাড়ি বানানোর জন্য আবার কেউ কেউ গাছ কাটে বড় বড় কল-কারখানা বানানোর জন্য।
তবে আজ আপনারা এমন এক ব্যক্তির কথা জানবেন যে ৮৭ বছরের পুরনো একটি আম গাছের উপর নিজের বাড়ি তৈরি করেছেন। তিনি হলেন কেপি সিংহ। তিনি রাজস্থানের হ্রদের শহর উদয়পুরের বাসিন্দা। তিনি পেশায় একজন ইঞ্জনিয়ার। তার বাড়িটি ট্রি হাউস নামে পরিচিত।
বাড়িটি ৪ তলা। গত ২০ বছর ধরে বাড়িটি ওই গাছের উপর দাঁড়িয়ে আছে। তিনি তাঁর বাড়ির সম্পূর্ণ ডিজাইন নিজের হতে বানিয়েছেন। তিনি গাছের ডাল গুলিকে সুন্দর ভাবে ব্যাবহার করেছেন। গাছের একটি শাখা টিভি রাখার স্ট্যান্ড তৈরী করেছেন। আর একটি শাখা দিয়ে সোফা বানিয়েছেন।
আর সবচেয়ে আচার্য ব্যাপার হলো ঘরের ভেতরে আমের বেশিরভাগ ডালগুলোই রয়েছে। এছাড়াও বাড়িতে বাথরুম, ডাইনিং রুম, রান্নাঘর রয়েছে। বাড়িটির উচ্চতা চল্লিশ ফুট। বাড়ির মাটি নয় ফুট থেকে শুরু হয়েছে। বাড়িটি 2000 সালে বানানো হয়েছে। বহু পর্যটক বাড়িটি দেখার জন্য ভিড় জমাতে থাকেন।