বর্তমানে পাখির চোখে অর্থাৎ আকাশ থেকে ছবি তোলার ক্ষেত্রে ড্রোনের জনপ্রিয়তা তুঙ্গে। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের কাছে ড্রোন আরাধ্য বিষয়। ড্রোন ক্যামেরায় ছবি তোলা বা ভিডিও রেকর্ড করার শখ নেই এমন মানুষ খুব কম রয়েছে।
আর এই ড্রোনই যদি এবার পাওয়া যায় ফোনের মধ্যে! বর্তমানে বাজারে দারুণ অনেক ক্যামেরা ফিচারের স্মার্টফোন রয়েছে। কিন্তু আজকে যে ফোনের কথা বলব সেই স্মার্টফোনটি যেমন ভালো ছবি তুলতে পারবে তেমন আকাশে উড়তেও পারে।
ভিভোর এই অভিনব স্মার্টফোন vivo Drone Flying cameraতে পেয়ে যাবেন ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে এতে পাওয়া যাবে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে যা ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও অপারেটিং সিস্টেম হিসেবে ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। যে রিপোর্ট সামনে এসেছে সেই অনুযায়ী এতে রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা বেশি।
যার মধ্যে মূল ক্যামেরা হতে পারে ৫০ মেগাপিক্সেলের ও ১৩ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স উপস্থিত থাকতে পারে। সেলফির জন্য দেওয়া হতে পারে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। সব থেকে বড় বিষয় এতে ২০০ মেগাপিক্সেলের ড্রোন ক্যামেরা দেখা যাবে যা এর মূল আকর্ষণ।
ব্যাটারির প্রসঙ্গে বললে মোবাইলে যা ১২০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট যুক্ত ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে। তবে এত ফিচার সত্ত্বেও ফোনটির দাম রাখা হবে একেবারেই সাধ্যের মধ্যে। আশা করা হচ্ছে ভারতীয় বাজারে এর দাম হতে পারে ৩০ হাজার টাকা। তবে এর প্রকৃত দাম জানতে মোবাইলটি লঞ্চ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।