জনপ্রিয়তার শীর্ষে আছে টেক জায়ান্ট মেটার মালিকাধীন হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের মেসেঞ্জার হলো একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার, ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট মেসেজিং এবং ভয়েস-ওভার-আইপি পরিষেবা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পাঠ্য এবং ভয়েস বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে এবং ছবি, নথি, ব্যবহারকারীর অবস্থান এবং অন্যান্য শেয়ার করতে দেয়।
এবার ইন্টার-অপারেবল সুবিধা চালু করল হোয়াটসঅ্যাপ। এর ফলে হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রামসহ আইমেসেজ ব্যবহারকারীদের বার্তা পাঠানোর পাশাপাশি তাদের পাঠানো বার্তাও পড়া যাবে। হোয়াটসঅ্যাপ থেকেই অন্য অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ মিলবে।
সম্প্রতি হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য সান।
প্রতিবেদন থেকে জানা গেছে, তথ্য আদান-প্রদানের নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে একটি বাটন দেখা যাবে। এতে ট্যাপ করে সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে অন্য অ্যাপ ব্যবহারকারীদের বার্তা পাঠানোর পাশাপাশি তাদের সঙ্গে চ্যাট করা যাবে। তবে এসব বার্তা এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তিতে আদান-প্রদান করা নাও হতে পারে। এতে হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা বার্তার মতো নিরাপত্তাসুবিধা পাওয়া যাবে না।
ইন্টার-অপারেবল সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের সেটিংসে ‘থার্ড পার্টি চ্যাট রিকোয়েস্ট’ নামে একটি অপশন শো করবে। ওই অপশনটি নির্বাচন করে অন্য অ্যাপে বার্তা আদান-প্রদান সুবিধা চালু বা বন্ধ করা যাবে। অন্য অ্যাপ থেকে আসা বার্তাগুলো হোয়াটসঅ্যাপে আলাদা একটি ইনবক্সে জমা হবে। ফলে বার্তাগুলো সহজে পড়া যাবে। এটি প্রাথমিকভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ব্যবহার করা যাবে।