ভারতের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালে ‘পাখি’ চরিত্রে অ’ভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। এরপর শুধুই সামনে এগিয়ে চলার গল্প।
কিন্তু এই এগিয়ে যাওয়ার মাঝেই হঠাৎ একটি ভিডিও জীবন তছনছ করে দিলো মধুমিতার। আর সেটি ফাঁ’স হয়েছে এমএমএসের মাধ্যমে।
তবে এমন ঘটনা বাস্তবে নয় বরং হয়েছে সিনেমা পর্দায়। সুকান্ত গ’ঙ্গোপাধ্যায়ের ‘বটতলা’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ‘উত্তরণ’।
জয়দীপ মুখার্জির পরিচালনায় এতে এক গৃহবধূর চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। সিনেমাটিতে তার চরিত্রের নাম পর্ণা।
এক ঢাল খোলা চুল, সাদামাঠা শাড়ি, কপালে টিপ, সিঁথি ভর্তি সিঁদুর- বড় পর্দায় এমন সাজে এবারই প্রথম দেখা যাবে তাকে। সিনেমাটিতে তার স্বামীর চরিত্রে অ’ভিনয় করবেন রাজদীপ গুপ্ত।
ইনস্টাগ্রামে নতুন সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে মধুমিতা লিখেছেন, একটি এমএমএস কীভাবে একটি মেয়ের জীবন তছনছ করে দেয়, সেই গল্পই বলবে ‘উত্তরণ’।
‘উত্তরণ’ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বাংলা সিরিয়ালের জনপ্রিয় অ’ভিনেত্রী মধুমিতা সরকার বলেন, একটি ছেলে এবং একটি মেয়ের যদি কোনো ভিডিও ছড়িয়ে পড়ে।
সেক্ষেত্রে মেয়েটির দোষ থাকুক বা না থাকুক, সমাজ তাকেই দোষারোপ করবে। মেয়েরাও বোধ হয় সেটা বুঝে গিয়েছে। চিরাচরিত ধারণাকে ভেঙে অন্যায়ের প্রতিবাদ করার বার্তা দেবে আমার নতুন ছবি।
চরিত্র নিয়ে খোলাখুলি কথা বললেও কাকে ঘিরে কোন এমএমএস নিয়ে সিনেমার গল্প আবর্তিত হবে, সে বি’ষয়ে মুখ খুলেননি এই অভিনেত্রী।