আরও একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যে থাকা সমস্ত লক্ড চ্যাট লুকিয়ে রাখতে পারবেন। আপাতত হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েডে লেটেস্ট বিটা ভার্সানে এই ফিচারের কার্যকারিতা পরীক্ষা শুরু হয়েছে।
সামাজিক সম্প্রীতি নষ্টের অভিযোগে নেপালে নিষিদ্ধ টিকটক সামাজিক সম্প্রীতি নষ্টের অভিযোগে নেপালে নিষিদ্ধ টিকটক গ্যাজেটস ৩৬০ জানায়, নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারী একটি গোপন কোড তৈরি করতে পারবেন। এই সিক্রেট কোডের সাহায্যেই হোয়াটসঅ্যাপ ইনবক্সের মূল চ্যাট লিস্ট থেকে নির্দিষ্ট কিছু চ্যাট লুকিয়ে ফেলা যাবে। ফলে যতক্ষণ পর্যন্ত না আপনি ওই সিক্রেট কোড দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার হোয়াটসঅ্যাপের সিক্রেট চ্যাট কেউ দেখতে পাবেন না।
কবে চালু হবে
বর্তমানে হোয়াটসঅ্যাপে মূল চ্যাট লিস্টের নিচের দিকে স্ক্রল করে নামলে আপনার লুকিয়ে রাখা চ্যাট লিস্ট দেখা যায়। কিন্তু নতুন ফিচার চালু হয়ে গেলে তা আর দেখা যাবে না। হোয়াটসঅ্যাপের সিক্রেট চ্যাটের জন্য এই সিক্রেট কোড ফিচার কবে চালু হবে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে পরীক্ষা নিরীক্ষা শুরু হওয়ায় অনুমান করা যায়, এই ফিচার সমস্ত ব্যাবহারকারীর জন্য চালু হতে খুব বেশি দেরি নেই।
হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২৩.২০ ভার্সান আপডেট করলে মেসেজিং অ্যাপের মধ্যে হিডেন চ্যাটের জন্য একটি সিক্রেট কোড ফিচার দেখতে পাবেন। একবার সিক্রেট কোড দিয়ে লকড চ্যাট হাইড করে নিলে আর তা অ্যাপের মধ্যে কোথাও দেখা যাবে না। বরং সিক্রেট কোড লিখে আপনাকে হিডেন লকড চ্যাট খুলতে হবে।
https://bangla-bnb.saturnwp.link/ghor-sajano-indoor-plant/
সিক্রেট কোড সেট করবেন যেভাবে
প্রথমে লকড চ্যাটের লিস্ট খুলতে হবে। এরপর ওপরে ডানদিকে থাকা থ্রি ডটে ক্লিক করতে হবে। এবার চ্যাট লক সেটিংসের হাইড লকড চ্যাটে ঢুকে সেট করতে হবে সিক্রেট কোড। সহজে মনে রাখা যায় এমন কোড দিন। কারণ কোনোভাবে ভুলে গেলে এবং নতুন কোড সেট করলে আগের সমস্ত লকড চ্যাট ডিলিট হয়ে যাবে।