প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা নলেজ বৃদ্ধির জন্য সাধারণ জ্ঞানের কোন বিকল্প নেই। এমনকি ইন্টারভিউতেও সাধারণ জ্ঞানের প্রশ্ন গুলি করা হয়। এছাড়াও কিছু কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে থেকেও আসে, যেগুলি অনেকেরই অজানা। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনাকে অনেক সহায়তা করবে।
১) প্রশ্নঃ মানুষের আঙ্গুলের মত আর কোন অঙ্গের ছাপ আলাদা হয়ে থাকে?
উত্তরঃ জিভের ছাপ।
২) প্রশ্নঃ বলুন তো কোনটি একমাত্র খাবার যা কখনো নষ্ট হয় না, ১০০০ বছর পরেও খাওয়া যায়?
উত্তরঃ মধু।
৩) প্রশ্নঃ সৌরজগতের কোন গ্রহের নামে কোন দেবতা নেই?
উত্তরঃ পৃথিবী গ্রহের নামে কোন দেবতা নেই।
৪) প্রশ্নঃ একদিনের জন্য ভারতের রাজধানী হয়েছিল কোন শহরটি?
উত্তরঃ এলাহাবাদ।
৫) প্রশ্নঃ ভারতীয় নোটে যে গান্ধীজীর ছবি রয়েছে সেটি কোথাকার জানেন?
উত্তরঃ ১৯৪৬ সালে রাষ্ট্রপতি ভবনের বাইরে গান্ধীজীর যে ছবিটি তোলা হয়েছিল তা ভারতীয় নোটে ব্যবহৃত হয়।
৬) প্রশ্নঃ ভারতের কোন রেলওয়ে স্টেশনে শুধুমাত্র মহিলা কর্মচারীরা রয়েছেন?
উত্তরঃ মাতুঙ্গা রেলওয়ে স্টেশন?
৭) প্রশ্নঃ বর্তমানে ভারতের সবচেয়ে ধনী মহিলা কে?
উত্তরঃ সাবিত্রী জিন্দাল।
৮) প্রশ্নঃ ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়?
উত্তরঃ মুম্বাইকে।
৯) প্রশ্নঃ এক বছরে মোট কত ঘন্টা হয়?
উত্তরঃ ৮৭৬০ ঘন্টা।
১০) প্রশ্নঃ CEO এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Chief Executive Officer, বাংলায় এর পুরো নাম প্রধান নির্বাহী কর্মকর্তা।
১১) প্রশ্নঃ ভারতের প্রথম ব্যাঙ্কের নাম কী?
উত্তরঃ ব্যাঙ্ক অফ হিন্দুস্তান (১৭৭০ সাল)।
১২) প্রশ্নঃ কোন বিখ্যাত মোবাইল কোম্পানি ইলেকট্রনিক গ্যাজেট প্রস্তুতির আগে ম্যাগি, নুডুলস বানাত?
উত্তরঃ স্যামসাং কোম্পানি।
১৩) প্রশ্নঃ ভারতের রাষ্ট্রীয় মন্ত্র কোনটি?
উত্তরঃ ওম।
১৪) প্রশ্নঃ ভারতবর্ষের সবচেয়ে পুরনো নদী কোনটি?
উত্তরঃ নর্মদা নদী।
১৫) প্রশ্নঃ জানেন বিশ্বের একমাত্র হিন্দুরাষ্ট্র কোনটি? ৯৯% লোকের অজানা
উত্তরঃ নেপাল হলো বিশ্বের একমাত্র হিন্দুরাষ্ট্র।