পাকিস্তান সুপার লিগে খেলতে সাকিব আল হাসান এখন আছেন পাকিস্তানে। লাহোর কালান্দার্সের হয়ে ইতোমধ্যেই তিনটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। যদিও চেনা সাকিবের দেখা মিলছে না এখনও। তবে এবার আরও একভাবে সাকিব রীতিমতো ‘অচেনা’ হয়ে গেলেন। সাকিবের মুখে অনর্গল উর্দু ভাষা, এমন কিছু আপনি শুনেছেন আর কখনো?
‘উর্দুভাষী’ সে সাকিবের দেখা মিলেছে লাহোর কালান্দার্সের ফেসবুক পাতায়। সেখানে এক ভিডিওতে দেখা গেল সাকিবকে অনর্গল উর্দু ভাষায় কথা বলতে। উর্দু তার সহজাত ভাষা নয়, অথচ তিনি এমনভাবে কথা বলেছেন, যেন যুগ যুগ ধরে সে ভাষায় কথা বলে গেছেন তিনি, আটকাননি একটা জায়গাতেও!
সাকিবের এই রূপ মূলত বেরিয়ে এসেছে রিশাদ হোসেনের কারণে। রিশাদ শুধু বাংলাতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। সে কারণে তার দোভাষীর ভূমিকায় অবতীর্ণ হতে হলো একটা সময়ে তিন ফরম্যাটের বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।
রিশাদ একটা বিরতির পর আবারও ফিরে গেছেন লাহোরের স্কোয়াডে। গত ৮ মে পাকিস্তানের সঙ্গে ভারতের সামরিক উত্তেজনার জেরে পাকিস্তান সুপার লিগ স্থগিত হয়ে যায়। তখন খানিকটা দুশ্চিন্তা তৈরি হলেও শেষমেশ দেশে ফেরেন রিশাদ হোসেন। এরপর আর পিএসএলে ফিরে যাননি টুর্নামেন্ট আবার শুরু হওয়ার পরও, কারণ বাংলাদেশের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে হতো তাকে।
সে সিরিজের পর রিশাদ আবারও যোগ দিয়েছেন লাহোরের সঙ্গে। তাকে টিম হাডলে বরণ করে নেয় পিএসএলের ফাইনালিস্ট দলটি। কাজটা করেছেন দলটার ম্যানেজার সামিন রানা। তিনি তাকে বরণ করে নিয়ে জানতে চান রিশাদের মনের কথা।
তার জবাবে বাংলা ভাষায় রিশাদ বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া, এটা আমাদের লক্ষ্য। এ ছাড়া আমাদের কোনো উদ্দেশ্য নেই। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা যা করা দরকার, আমরা তাই করব আজকে, ২৫ তারিখেও।’
এরপর আসে সাকিবের পালা। তিনি উর্দু ভাষায় টানা অনুবাদ করে যান রিশাদের কথা। তা শুনে মুগ্ধ হন লাহোর কালান্দার্সের সব সদস্য। হাততালি দিয়ে রিশাদকে স্বাগত জানান সবাই।
পাকিস্তান সুপার লিগে সাকিবের সময়টা অবশ্য ভালো কাটছে না। তিন ম্যাচের ২ ইনিংসে ব্যাট করে তিনি রানের খাতাই খুলতে পারেননি, দুই ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। তবে লাহোর কালান্দার্সের তাতে খুব ক্ষতি হয়নি। দলটা ফাইনালে চলে গেছে ইতোমধ্যেই। রোববার রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খেলবে রিশাদ-সাকিব আর মেহেদী হাসান মিরাজের দল।