ইন্টারনেটের কল্যাণে জীবন এখন অনেক সহজ। বাসের টিকেট থেকে শুরু করে এসি কিংবা গাড়ি – সবই এখন অনলাইনে ক্রয় করা যায়। রোদে পুড়ে কিংবা জ্যাম ঠেলে দোকানে গিয়ে কেনাকাটার ঝক্কি এড়ানোর পাশাপাশি অনলাইন শপিং দিচ্ছে ঘরে বসে পণ্য হাতে পাওয়ার সুযোগ। উপরন্তু, ই-শপিং জনপ্রিয় করতে বিভিন্ন কোম্পানি দিচ্ছে ছাড়সহ বিভিন্ন রকম বাড়তি উপহার! কিন্তু, এতকিছুর পরেও সাধারণ ক্রেতাদের মনে প্রশ্ন থেকেই যায়: কম্পিউটার কিংবা মোবাইল ফোন থেকে কেনাকাটার এসব অ্যাপ কতটা নিরাপদ?
চলুন তবে চোখ বুলিয়ে নেয়া যাক নিরাপদ অনলাইন শপিং টিপসে-
ওয়েবঠিকানায় প্রবেশ করেই দেখে নিতে হবে নামের শুরুতে https:// আছে কি না?
ব্রাউজার থেকে ‘ওয়ার্নিং’ দেখানো হলে জোর করে বা ‘অন মাই রিস্ক’ প্রবেশ করবেন না।
ভবিষ্যৎ জটিলতা এড়াতে যোগাযোগের ঠিকানা বা ফোন নম্বর দেয়া আছে কি না – দেখে নিন।
অ্যাপ হলে অবশ্যই ইনস্টল করার আগে রিভিউ এবং রেটিং দেখে নিন।
নিয়মিত না হলে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই, গেস্ট হিসাবে পে করুন।
ই-কমার্স সাইট থেকে আসা মেইলের লিঙ্কে ক্লিক না করে ব্রাউজারে নিজে লিখে প্রবেশ করুন।
কোনো ওয়েবসাইটেই আপনার বিল প্রদান সংক্রান্ত তথ্য ‘সেভ’ রাখবেন না।
পাবলিক কম্পিউটার বা ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে থেকে শপিং করবেন না।
কেবল নিরাপদ অনলাইন শপ নয়, নিরাপদ কম্পিউটার/মোবাইল ফোনের জন্য লক্ষ রাখুন-
আপনার কম্পিউটার বা মোবাইল ফোন কখনোই আনলকড ফেলে রাখবেন না।
ওএস এবং নিয়মিত অ্যাপসমূহ সবসময় হালনাগাদ রাখবেন।
অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে অবশ্যই অফিশিয়াল স্টোর ব্যবহার করুন।
ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহার না করে সবসময় লাইসেন্সড ভার্সন ব্যবহার করা উচিত।