বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত গেরিলা অপারেশনকে ঘিরে নির্মিত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ শিরোনামে একটি সিনেমা। তাতে অভিনয়ের জন্য কিছুদিন আগেই চুক্তিবদ্ধ হন ঢাকাই সিনেমার অভিনেতা বাপ্পী চৌধুরী। তবে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) শোনা গেল ভিন্ন কথা। সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন বাপ্পী। ফেসবুকে লাইভে এসে ছবিটি থেকে সরে যাওয়ার কারণ জানিয়েছেন এই নায়ক।
বাপ্পী জানান, তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি বলেন, অপারেশন জ্যাকপট ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম এটা সত্য। কিন্তু শুরুতে আমাকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা যেসব কথা বলেছিলেন, পরে তাদের সেই কথার সঙ্গে মিল পাইনি। মৌখিকভাবে আমাকে যা বলেছিল সেটা বিশ্বাস করে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। পরে যখন চিত্রনাট্য পাই, তখন মনে হয়েছে কাজটি করা মোটেও উচিত হবে না আমার। তাদের ওপর আস্থা রেখে ছবিতে সাইন করেছিলাম। কিন্তু পরে বাধ্য হয়েই সিনেমাটি থেকে সরে দাঁড়াতে হলো।’
বাপ্পি আরও বলেন, ‘প্রয়োজন হলে আরও অপেক্ষা করব, কিন্তু ভালো সিনেমা ছাড়া করব না। আমি অনেক সিনেমা ছেড়ে দিয়েছি। যদি আমি সিনেমাগুলো ছেড়ে না দিতাম অনেকেই কাজ পেত না। তার মানে এই না যে, আমি নতুন সিনেমা পাচ্ছি না। আমি আসলে ভালো কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি এবং সময় নিচ্ছি। আমাকে অনেকেই ভালোবাসেন, আমি তাদের হতাশ করতে চাই না।’
অন্যদিকে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন নিপুণ আক্তারও। সংবাদমাধ্যমে এই অভিনেত্রী বলেন, ‘অপারেশন জ্যাকপট’ সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। এখন শুনছি সিনেমাটিতে জায়েদ খানও অভিনয় করবে। আমি এই মুহূর্তে জায়েদ খানের সঙ্গে এক সিনেমায় শুধু অভিনয়ই নয়, তার সঙ্গে কিছুতেই স্ক্রিন শেয়ার করতে চাইছি না। তাই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%ad%e0%a7%81%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87/
জায়েদ খান অবশ্য এ বিষয়ে এখনো মুখ খোলেননি। কালবেলাকে তিনি বলেছেন, ‘আমি এখন দুবাই, আগে দেশে আসি’।