কর্মক্ষেত্র খুবই বিচিত্র। এ সময় আপনি অনেক মানুষের সাথে মিশবেন।তারা সবাই এক হবে না। তাই নানা অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হবেন। এ সব পরিস্থিতি মোকাবেলা করার সামর্থ্য থাকতে হবে। অন্যথায়, অপ্রীতিকর এবং অস্বস্তিকর অবস্থায় পড়ে যাবেন। বিশেষ করে, বস বা সহকর্মীদের দ্বারা লক্ষ্যবস্তু হলে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে।
যখন সহকর্মী আপনার আইডিয়া চুরি করে
টিমওয়ার্ক হলেও আপনার নিজের কাজের একটি রেকর্ড রাখুন। যাতে পরবর্তীতে কেউ ক্রেডিট নিতে গেলে আপনি তা দেখাতে পারেন। এর পরে, আপনার ধারণাগুলো জনসমক্ষে নিয়ে যান। নিজের মন্তব্যগুলো উচ্চস্বরে প্রকাশ করুন। যাতে সবাই আপনার কাজের ব্যাপারে অবগত থাকে। তাহলে কেউ আপনার আইডিয়া চুরি করতে পারবে না। আপনার ধারণাগুলো নিজস্ব হিসাবে প্রকাশ করুন।
বস তার ভুলের জন্য আপনাকে দোষারোপ করে
যদি আপনার বস তার ভুলের জন্য আপনাকে দোষারোপ করে, তবে ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলুন। বড় কোনো দ্বন্দ্বে জড়াতে যাবেন না। আপনার ভুল কি ছিল তা তাকে জিজ্ঞাসা করুন। তাকে শান্তভাবে বুঝান যে, আপনি সেই ভুলটি করেননি।
কাজের সময়ের পরিবর্তন
প্রকল্প জমা দেওয়ার সময় বদলে দিলে একটু বিপদে পড়তে পারেন। তাই সব সময় ডেডলাইন আসার আগেই কাজ সেরে রাখুন। এতে করে আপনি চাপে পড়বেন না। সময় মত আপনার প্রকল্প জমা দিতে পারবেন। কাজ জমিয়ে রাখলে কিংবা শেষ সময়ে এসে করলে তার ফলাফল ভাল হয় না।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%98%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2/
ভিত্তিহীন গুজব
কর্মক্ষেত্রে গুজব মোকাবেলা করা বেশ অদ্ভুত হতে পারে। এমন কিছু গুজব শুনতে পারেন যে ব্যাপারে আপনি নিজেই জানেন না। এগুলো খুব বেশি গুরুতর ভাবে নেবেন না। আপনি কথা বলে সহকর্মীদের বুঝাতে পারেন যে গুজবগুলো সত্য নয়। এ সময় নিজেকে শান্ত রাখুন। উত্তেজিত হলে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে।