দিনের বেশিরভাগ সময়ই মন খারাপ থাকে! কিছুই ভালো লাগে না! বাহির থেকে বাড়ি ফেরার পর মন যেন আরও ভারাক্রান্ত। ঘরের দিকের তাকালে আরও বেশি হতাশা। চারিদিক কেমন যেন একঘেয়ে।
বিশেষজ্ঞরা বলছেন, অবসাদে ভুগলে, এই ধরনের মন কেমন প্রায়ই হয়ে থাকে। এই অবস্থা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। তবে এর জন্য ঘরকে গুছিয়ে রাখতে হবে।
• প্রথমেই বিছানার চাদর পালটে ফেলুন। সাদা রঙের পরিবর্তে বেছে নিন রঙিন চাদর। চাদরের সঙ্গে মিলিয়ে বালিশের কভারও বদলে ফেলুন। চেষ্টা করুন, চাদর যেন একেবারে টান টান থাকে।
• হাতের কাছে টুনি বাল্ব থাকলে, পর্দার পাশে ঝুলিয়ে দিন। দেখবেন আলো জ্বললে ঘরের মেজাজটাই বদলে যাবে।
• ফুলদানিতে রাখুন ফুল। বেছে নিন হলুদ বা লাল রঙের ফুলকে। মন ভালো হতে বাধ্য।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87/
• বাজারে এখন খুব সুন্দর সুন্দর ফাউন্টেন পাওয়া যায়। ছোট আকারের একটি ফাউন্টেন কিনে কর্নার টেবিলে রাখুন। দেখবেন মন ভালো হয়ে যাবে চট করে।