স্মার্টফোনের এই সময়ে সবার হাতে হাতে ক্যামেরা। অনেকেই নিয়মিত ছবি তোলেন। বেশির ভাগ মানুষ মনে করেন, ডিএসএলআর না থাকলে ছবি তোলার জন্য আইফোন সেরা। কিন্তু কিছু কৌশল অবলম্বন করলে আপনার অ্যান্ড্রয়েড ফোনেই খুব ভালো ছবি তুলতে পারবেন।
* প্রথমত পোর্ট্রেট মোড ব্যবহার করতে পারেন। ফটোতে ক্লিক করার সময় পোর্ট্রেট মোড ব্যবহার করা ফটোগুলো দেখতে ভালো লাগে। বিশেষ করে ক্লোজ শটে ছবি তোলার জন্য এই মোড বেশ কার্যকর। এই মোড শুধু ফেস বা অবজেক্টকে ফোকাস করতে কাজে লাগে।
* বার্স্ট মোড ছবি তোলার ক্ষেত্রে খুব ভালো। এতে হাই শাটার স্পিডসহ একটি মোড রয়েছে। এতে দ্রুত ছবি তোলা যায়। এটি মূলত কোনো চলন্ত বস্তুর ছবি তুলতে ব্যবহার করা হয়।
* আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল মোড ব্যবহার করতে পারেন। বিশেষ করে গ্রুপ ফটো তোলার সময়। এ সময় আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল মোড ব্যবহার করলে সহজে সবার ছবি এক ফ্রেমে বন্দী করা যাবে।
* প্রো মোড ব্যবহার করলেও ভালো ছবি তোলা যায়। যারা ফটোগ্রাফিতে কিছুটা দক্ষ তারা এই মোড ব্যবহার করে নিজের নিয়ন্ত্রণে আরও ভালো শট নিতে পারবেন। এছাড়া ফটো এডিট করতেও এই মোড বেশ কাজের।