Close Menu
  • Technology
  • Entertainment
  • Lifestyle
  • Travel
  • Sports
  • Exclusive
  • Funny
  • Recipe
Facebook X (Twitter) Instagram
Believe No Border Bangla
  • Technology
  • Entertainment
  • Lifestyle
  • Travel
  • Sports
  • Exclusive
  • Funny
  • Recipe
Believe No Border Bangla
Home » “অ্যাপ ডেভেলপমেন্ট: মোবাইল অ্যাপ দিয়ে আয়”
Technology News

“অ্যাপ ডেভেলপমেন্ট: মোবাইল অ্যাপ দিয়ে আয়”

February 1, 20246 Mins Read

মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মোবাইল ডিভাইস বা মোবাইল ফোনের জন্য মোবাইল অ্যাপসগুলোকে ডেভেলপ বা বিকশিত করা হয়। এই সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলো এমনভাবে ডিজাইন বা তৈরি করা হয়, যাতে মোবাইল ডিভাইস যেমন স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারগুলোতে ঠিক মতো ব্যবহার করা যায়।

অ্যাপ ডেভেলপমেন্ট

যেমন ধরুন, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইন্সটাগ্রাম, পিন্টারেস্ট, হোয়াটসঅ্যাপ এগুলো সবই মোবাইল অ্যাপ। আর এগুলো তৈরি বা বিকশিত করার পদ্ধতিই হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট।

এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কিছু হয়তো ম্যানুফ্যাকচারিংয়ের(Manufacturing) সময়ই আপনার মোবাইলে ইন্সটল করে দেওয়া হতে পারে বা ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে মোবাইলে থাকতে পারে। বাকিগুলো হয়তো আপনার ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।

তবে শুধুমাত্র মোবাইল অ্যাপ ইন্সটল বা আপডেটই মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত নয়। বরং অ্যাপসগুলোর জন্য ইন্সটলেবল(Installable) সফটওয়্যার বান্ডেল(Bundle) যেমন : কোড, বাইনারি, এসেট(Asset) ইত্যাদি তৈরি করা, ব্যাক এন্ড সার্ভিস বা সেবা যেমন এপিআই(API) সম্বলিত ডাটা এক্সেস(Access) বাস্তবায়ন করা, অ্যাপ্লিকেশনগুলো টার্গেটেড(Targeted) ডিভাইসে পরীক্ষা করে দেখা, সবকিছুই মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের অংশ।

একজন মোবাইল অ্যাপ ডেভেলপারের কাজ কী?

একজন মোবাইল অ্যাপ ডেভেলপারকে বিভিন্ন রকম কাজ বা দায়িত্ব পালন করতে হয়। যেমন :

মোবাইল প্লাটফর্মগুলোর জন্য অ্যাপ ডেভেলপমেন্ট করা।
গ্রাহকের চাহিদা সম্পর্কে জানা এবং সে অনুযায়ী অ্যাপ তৈরি করা।
নতুন নতুন অ্যাপসের বাস্তবায়ন এবং ইতিমধ্যে বিদ্যমান অ্যাপসগুলোর ডেভেলপমেন্ট করা।
অ্যাপসগুলোর জন্য নতুন নতুন ফিচার(Feature) এবং ইউজার ইন্টারফেস ডেভেলপ করা।
অ্যাপ্লিকেশনের প্রাথমিক ভার্সনে কোনো ভুল থাকলে তা ঠিক করা।
এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানা।
মোবাইল ফাংশনালিটিতে সাহায্য করার জন্য এপিআই(API) ডেভেলপ করা৷
ফাংশন ডিজাইনার, ইউআই ডিজাইনার, ইউএক্স ডিজাইনার এবং প্রোগ্রামারদের সাথে একত্রে মিলেমিশে কাজ করা।
জাভা ওয়েব অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা থাকা।
ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের যথার্থ লিংকিং(Linking) নিশ্চিত করা।
মোবাইল অ্যাপসগুলোর জন্য ইন্সটলেবল সফটওয়্যার বান্ডেল তৈরি করা।
টার্গেটেড ডিভাইসে মোবাইল অ্যাপসগুলোকে পরীক্ষা করে দেখা।
অ্যাপসগুলোর সর্বোত্তম পারফরম্যান্স এবং ইউজার এক্সপিরিয়েন্স(Experience) নিশ্চিত করা।
বাগ(Bug) স্থাপন করা এবং অ্যাপ্লিকেশনের পারফরম্যান্স জনিত সমস্যার সমাধান করা।
স্পষ্ট, সহজে পাঠযোগ্য এবং টেস্টেবল(Testable) কোড তৈরি করা ইত্যাদি।

মোবাইল অ্যাপ ডেভেলপার যে দক্ষতা প্রয়োজন

একজন মোবাইল অ্যাপ ডেভেলপার হতে হলে আপনাকে নিম্নলিখিত বিষয়ে দক্ষ হতে হবে :

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দক্ষতা

একজন সুদক্ষ মোবাইল অ্যাপ ডেভেলপার হতে হলে আপনার অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অসাধারণ দক্ষতা থাকতে হবে। বিশেষ করে মোবাইল অ্যাপ ল্যাঙ্গুয়েজ যেমন : জাভাস্ক্রিপ্ট, সিপ্লাসপ্লাস(C++), সিহ্যাশ(C#) ইত্যাদি ল্যাঙ্গুয়েজে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দক্ষতা আপনাকে কোনো চাকরি বা কাজ বা প্রজেক্টের জন্য যোগ্য প্রার্থী হিসেবে পরিচয় দিবে, কারণ কীভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মোবাইল অ্যাপস তৈরীর কাজে ব্যবহার করা হয় তা আপনার জানা আছে।

বিশ্লেষণাত্মক দক্ষতা

গ্রাহক কী ধরণের অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করতে চায়, সেটা বোঝার জন্য একজন মোবাইল অ্যাপ ডেভেলপারকে গ্রাহকের চাহিদা বুঝতে হবে। মানুষ কী ধরণের মোবাইল ডিভাইস ব্যবহার করে, কী ধরণের অ্যাপস তারা বেশি ব্যবহার কর‍তে চায় এই বিষয়গুলি বিশ্লেষণ বা পরীক্ষা-নিরীক্ষা করার দক্ষতা একজন মোবাইল অ্যাপ ডেভেলপারের থাকা উচিত।

ইন্টারফেস(Interface) ডিজাইন দক্ষতা

অসাধারণ ইউজার ইন্টারফেস দক্ষতা আপনাকে সহজ, সাধারণ, নান্দনিক এবং ফাংশনাল অ্যাপ্লিকেশন ইন্টারফেস ডিজাইন বা তৈরিতে সহায়তা করে। মোবাইল অ্যাপসের ব্যবহার, কার্যকারীতা, সফলতা অনেকাংশেই ভালো একটি ইউজার ইন্টারফেস ডিজাইন তৈরীর উপর নির্ভর করে।

সৃজনশীলতা

একজন মোবাইল অ্যাপ ডেভেলপার হিসেবে ব্যবহার উপযোগী সফটওয়্যার বা অ্যাপস তৈরীর জন্য আপনাকে স্পষ্ট ভাষায় প্রোগ্রামিং কোডগুলো লিখতে জানতে হবে। ডেভেলপারদেরকে সৃজনশীলভাবে চিন্তা করতে হয় যে কীভাবে মোবাইল ডিভাইস গ্রাহকের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় আর সে অনুযায়ী তাদেরকে অ্যাপস তৈরি করতে হয়। আপনার কাজে সৃজনশীলতা আনার জন্য শুধু যে আপনার তত্ত্বীয় এবং টেকনিক্যাল দক্ষতাই প্রয়োজন তা নয়, বরং মুক্তভাবে চিন্তা করার দক্ষতা থাকাও জরুরী৷

ক্রস-প্লাটফর্ম অ্যাপ ডেভেলপমেন্ট

প্লাটফর্মগুলোর সংখ্যাধিক্যের জন্য বর্তমানে মোবাইল অ্যাপ ডেভেলপারদের বিভিন্ন প্লাটফর্ম এবং অপারেটিং সিস্টেমে অ্যাপ ডেভেলপমেন্টের দক্ষতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। অসাধারণ ক্রস-প্লাটফর্ম অ্যাপ ডেভেলপমেন্টের দক্ষতা থাকা এবং ক্রস প্লাটফর্ম কনসেপ্ট(Concept) সম্পর্কে ধারণা যেমন : কোড পুনরায় ব্যবহার করা, সার্ভিস(Service) বা সেবা সমর্থন, সাধারণ পরীক্ষা-নিরীক্ষা ইত্যাদি দক্ষতা আপনাকে এই সেক্টরে(Sector) যোগ্য প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

তথ্য নিরাপত্তা

তথ্য নিরাপদে রাখতে পারার দক্ষতা মোবাইল অ্যাপ ডেভেলপারদের খুব প্রয়োজনীয় একটি দক্ষতা, কারণ এটি মোবাইল অ্যাপসের যাবতীয় তথ্য সংরক্ষণ এবং অ্যাপসটিকে নিরাপদে ব্যবহার করতে সহায়তা করে। কীভাবে মোবাইল অ্যাপসগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে সে ব্যাপারে ভালো ধারণা থাকা, কী কী হুমকির সম্মুখীন হতে পারে তা যাচাই-বাছাই করা এবং নিরাপত্তাজনিত সমস্যার সমাধান কীভাবে করতে হবে সে ব্যাপারে ধারণা থাকা মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

যোগাযোগের দক্ষতা

অসংখ্য, অগণিত টেকনিক্যাল এবং তত্ত্বীয় দক্ষতা ছাড়াও, একজন মোবাইল অ্যাপ ডেভেলপার হিসেবে আপনার কিছু সামাজিক দক্ষতাও থাকা দরকার। তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যোগাযোগের দক্ষতা। আপনার মধ্যে যোগাযোগের ভালো দক্ষতা থাকলে আপনি সহজেই আপনার অন্য সহযোগী ডেভেলপারদের সাথে মিলেমিশে কাজ করতে পারবেন। তাছাড়া যখন আপনি গ্রাহকের কোনো জিজ্ঞাসার উত্তর দিতে যাবেন, সেক্ষেত্রে আপনার ভালো যোগাযোগের দক্ষতায় মুগ্ধ হয়ে গ্রাহক আপনার অ্যাপসটি ব্যবহার করতেও উৎসাহিত হবে।

কীভাবে আপনি একজন মোবাইল অ্যাপ ডেভেলপার হবেন?

একজন সফল মোবাইল অ্যাপ ডেভেলপার হতে হলে আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে :

আপনার শেখার কোনো একটি পথ বেছে নিন
মোবাইল অ্যাপ ডেভেলপার হতে হলে আপনাকে অবশ্যই সেটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে। আপনি বিভিন্ন মাধ্যম থেকেই তা জানতে পারেন, যেমন :

কোনো ট্রেনিং বা কোচিং সেন্টারে ভর্তি হয়ে বা অভিজ্ঞ কারো দ্বারা ব্যক্তিগতভাবে ট্রেনিং নিয়ে।

এগুলো ছাড়াও আরো অনেকভাবেই আপনি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন। তবে এগুলোই সবচেয়ে কার্যকরী মাধ্যম। এগুলোর মধ্যে যেটি আপনার পছন্দ বা যেখান থেকে আপনার মনে হচ্ছে আপনি সহজে বিষয়টি আয়ত্ত করতে পারবেন, সেটিকেই আপনি আপনার শেখার মাধ্যম হিসেবে বেছে নিন।

ফোকাস করার জন্য একটি প্লাটফর্ম বেছে নিন

মোবাইল মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শেখার প্রাথমিক ধাপ হচ্ছে আপনাকে শেখার জন্য কোনো একটি প্লাটফর্ম বেছে নিতে হবে। সেটা হতে পারে অ্যান্ড্রয়েড ওএস, অ্যাপল ওএস, ব্ল্যাকবেরি ওএস, উইন্ডোজ ওএস, জাভা ওএস, সিম্বিয়ান ওএস ডেভেলপমেন্ট ইত্যাদি। যদিও বর্তমানে অ্যাপল এবং অ্যান্ড্রয়েডেরই রাজত্ব চলছে। তাই আপনার উচিত এই দুটোর যেকোনো একটিকে প্লাটফর্ম হিসেবে বেছে নেওয়া।

আপনার প্রযুক্তিগত দক্ষতার উন্নয়ন ঘটান এবং পরিমার্জিত করুন

মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আপনাকে বেশ কিছু কোডিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে, যেমন :

জাভা
জাভাস্ক্রিপ্ট
সিহ্যাশ
সিপ্লাসপ্লাস
অবজেক্টিভ-সি(Objective-C)
সুইফট(Swift)
কটলিন(Kotlin) ইত্যাদি।
আপনাকে অবশ্যই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে দক্ষতা হতে হবে। কারণ এগুলো ব্যবহার করেই কোডিংয়ের মাধ্যমে আপনাকে অ্যাপ বা সফটওয়্যার তৈরি করতে হবে। তাই আপনাকে অবশ্যই এই বিষয়গুলো ভালো মতো জানতে হবে।

চ্যাটজিপিটি: ব্যক্তিগত তথ্য ফাঁস

কিভাবে আয় করা যায়

অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করে আপনি চাইলে সেখানে গুগল এডমোব এর বিজ্ঞাপন দিয়ে অর্থ উপার্জন করতে পারেন।

বিভিন্ন কোম্পানির অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করে দিয়ে আয় করতে পারেন

বিভিন্ন মার্কেটপ্লেসে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট ওপর অনেক কাজ রয়েছে চাইলে সেখান থেকে উপার্জন করতে পারেন

অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করে রেডি অ্যাপস বিক্রয় করে অনলাইনে আয় করতে পারেনি

এই রিলেটেড আমার ওয়েব সাইট ভিজিট করে আসতে পারেন

news technology অ্যাপ অ্যাপ ডেভেলপমেন্ট আয় ডেভেলপমেন্ট: দিয়ে মোবাইল

Related Posts

ইউটিউব

ইউটিউবের নতুন পদক্ষেপ : রুখবে ভুয়া ভিডিও

April 6, 2025
ফোন খুঁজে দেবে গুগল

হারিয়ে যাওয়া ফোন যেভাবে খুঁজে দেবে গুগল

March 28, 2025
হোয়াটসঅ্যাপের ‘মেসেজ থ্রেডস’

হোয়াটসঅ্যাপের ‘মেসেজ থ্রেডস’ যেভাবে কাজে আসবে

March 20, 2025
Latest post
গার্লিক বিফ রেসিপি

গার্লিক বিফ তৈরি করার সহজ রেসিপি জেনে নিন

June 16, 2025
ফ্রিতে অনলাইনে ক্লাব বিশ্বকাপ

যেভাবে ফ্রিতে অনলাইনে দেখবেন ক্লাব বিশ্বকাপ

June 16, 2025
অভিনেত্রী পূজা ব্যানার্জি

প্রযোজকের সঙ্গে যে খারাপ কাজ করলেন নায়িকা পূজা!

June 16, 2025
স্ট্রোক জীবনযাপন পরিবর্তন

স্ট্রোক এড়াতে জীবনযাপনে যেসব পরিবর্তন আনবেন

June 13, 2025
অধিনায়কত্ব-মিরাজ

লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব পেলে ভালো হয় : মিরাজ

June 13, 2025
About us | DMCA | Privacy Policy | Contact

© 2025 BelieveNoBorder. All Rights Reserved

Type above and press Enter to search. Press Esc to cancel.