ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দেশের বাজারে বোটের বেশ কিছু নতুন পণ্য উন্মোচন করেছে ডিএক্স গ্রুপ। গ্যাজেটগুলোর মধ্যে রয়েছে আকর্ষণীয় কিছু স্মার্টওয়াচ, হেডফোন, টিডাব্লিউএস ইত্যাদি।
স্মার্ট ওয়াচের মধ্যে রয়েছে এনিগমা এক্স-৭০০। ১ দশমিক ৫২ ইঞ্চির অ্যামোলেড গোলাকার ডিসপ্লে সমৃদ্ধ স্মার্টওয়াচটিতে রয়েছে শতাধিক স্পোর্টস মোড এবং ওয়াচ ফেস। লুনার লিংক মডেলটিতে রয়েছে ১ দশমিক ৪ ইঞ্চির টিএফটি রাউন্ড ডিসপ্লে। এটিতেও রয়েছে শতাধিক স্পোর্টস মোড। মডেলটিতে বিল্ট-ইন কিছু গেমও রয়েছে।
এনিগমা এক্স৪০০-এ রয়েছে ১ দশমিক ৪৫ ইঞ্চির অ্যামোলেড রাউন্ড ডিসপ্লে ও শতাধিক স্পোর্টস মোড। এটিতে হার্টরেট নির্ণয় করা যাবে এবং এসপিও২ ও স্ট্রেস মনিটর করা যাবে। মডেলটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ৫.৩ কলিং। সর্বশেষ ওয়েভ হাইপ মডেলটিতে রয়েছে অ্যাডভান্সড ব্লুটুথ কলিং ফিচার। এটি আইপি-৬৭ ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রুফ। এটিতে ৫০টির ওপরে স্পোর্টস মোড রয়েছে। মডেলটির ডিসপ্লে ১ দশমিক ৮৫ ইঞ্চির।
টিডব্লিউএসের মধ্যে ইমরটাল ১২১ এ রয়েছে বিস্ট মোড। প্লে-ব্যাক টাইম ৪০ ঘণ্টা। এয়ারডপস আলফা মডেলটিতে রয়েছে দ্রুত চার্জিংয়ের সুবিধা। গেমিংয়ের জন্য বিস্ট মোড। ডিভাইসের সঙ্গে দ্রুত পেয়ার হতে পারে এটি। প্লেব্যাক টাইম ৩৫ ঘণ্টা। এরপর এয়ারডপস ১৩১ প্রোতে রয়েছে বিশেষভাবে ৫৫ ঘণ্টা প্লে-ব্যাক টাইম। এতে ১১ মিলিমিটারের ড্রাইভারও রয়েছে। এয়ারডপস ১৭০ মডেলটিতে বিরতিহীনভাবে ৫০ ঘণ্টা মিউজিক চলবে। রয়েছে কোয়াড মাইক্রোফোন সঙ্গে ইএনএক্স প্রযুক্তি। এয়ারডপসটিতে দ্রুত চার্জিং এর ব্যবস্থা রয়েছে।
নেকব্যান্ডের মধ্যে রকার্জ ২৫৫-প্রো প্লাস মডেলটিতে রয়েছে ৮ ঘণ্টা পর্যন্ত মিউজিক শোনার ব্যবস্থা। ফাস্ট চার্জিং সুবিধা এবং এতে ব্লুটুথ ভার্সন ৫.০ ব্যবহার করা হয়েছে। ওভার এয়ার হেডফোনের মধ্যে রকার্জ ৫৫১ এএনসি মডেলে রয়েছে ১০০ ঘণ্টা পর্যন্ত প্লে-ব্যাক সুবিধা। এর ড্রাইভার ৪০ মিলিমিটার। এতে রয়েছে ইএনএক্স প্রযুক্তি ও কাস্টম-টিউনড ইকুয়ালাইজার মোড। আর রকার্জ ৪৫০ মডেলে রয়েছে ১৫ ঘণ্টা প্লে-ব্যাক টাইম। ব্যাটারি ৩০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার। মডেলটিতে ভয়েস অ্যাসিসট্যান্ট সুবিধাও রয়েছে।