গ্যালাক্সি এস২৪ সিরিজের পাশাপাশি আরও কিছু ডিভাইসে নতুন এআই ফিচার সুবিধা যুক্ত করতে যাচ্ছে স্যামসাং। ‘গ্যালাক্সি এআই’ নামের নতুন ফিচারের সঙ্গে আপডেটে সার্চ টু সার্কেল, নোট অ্যাসিস্ট্যান্ট, লাইভ ট্র্যান্সলেট, ব্রাউজিং অ্যাসিস্ট্যান্টসহ বিভিন্ন ফিচারও থাকছে।
প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের প্রতিবেদনে জানা যায়, ফিচারটি গ্যালাক্সি এস২৩ সিরিজ, এস২৩ এফই, জেড ফোল্ড ৫, জেড ফ্লিপ ৫ মডেলের স্মার্টফোনে যুক্ত করা হবে। ট্যাব এস৯, এস৯ প্লাস ও এস৯ আলট্রা মডেলের ট্যাবগুলোয় ফিচার সুবিধা পাওয়া যাবে। ওয়ান ইউআই ৬.১ আপডেটের মাধ্যমে আগামী মার্চ মাসের শেষদিকে ফিচারটি এসব মডেলে নিয়ে আসবে স্যামসাং।
নতুন আপডেটের মাধ্যমে গুগলের সার্চ টু সার্কেল ফিচার ব্যবহার করা যাবে। এছাড়া লাইভ ট্রান্সলেট ফিচারের মাধ্যমে ফোন কলে ভয়েস ও টেক্সটের অনুবাদ করা যাবে।
ছবির ক্ষেত্রে এআইভিত্তিক এডিটিংয়ের সুবিধা পাওয়া যাবে। তবে এআই ফিচারের ছবি এবং ভিডিওর বাইরেও নানা জরুরি কাজে সাহায্য করবে।