২০২৩ শেষ । নতুন বছর ২০২৪ শুরু হয়েছে। চলচ্চিত্রের পাশাপাশি বিগত বছরগুলোর মতো এবারও দর্শক মাত করেছে ওটিটি প্লাটফর্মগুলো। দেশীয় প্লাটফর্মগুলো ইতোমধ্যে বেশ আশা জাগানিয়া অবস্থান তৈরী করেছে। ভারতীয় প্লাটফর্ম হইচইতেও নিয়মিত বিরতিতে বাংলাদেশের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের নিয়ে কন্টেন্ট নির্মাণ করছে। রীতিমত শক্তিশালী বাংলা কন্টেন্ট উপহার দেয়ার প্রতিযোগিতা চোখে পড়েছে বিগত বছরের মতো। চলতি বছরে দর্শকপ্রিয় ও প্রশংসিত তেমনি পাঁচ বাংলা ওয়েব সিরিজ নিয়েই আজকের আয়োজন।
মাইশেলফ অ্যালেন স্বপন
বছরের অন্যতম আলোচিত ওয়েব সিরিজ মাইশেলফ অ্যালেন স্বপন। শিহাব শাহীনের পরিচালনায় সিরিজটি চরকিতে স্ট্রিমিংয়ের পর পরই তুমুল আলোচনা তৈরী করে। দর্শকপ্রিয়তায় চরকির বিগত দিনের সব কন্টেন্টকেও পেছনে ফেলে সিরিজটি! ছবিতে নাম চরিত্রে নাসিরউদ্দিন খানের অসাধারণ অভিনয়ের প্রশংসার পাশাপাশি নতুন করে আলোচনায় আসেন মিথিলা। স্ক্রিনে কম সময়ের উপস্থিতিতেও দর্শকের দৃষ্টি কাড়েন তরুণ অভিনেতা আবদুল্লাহ আল সেন্টু। এই সিরিজের ‘বয়াম পাখি’ শিরোনামের গানটি তুমুল ভাইরাল হয়।
মহানগর-২
বাংলায় কোনো কন্টেন্ট নিয়ে দর্শকের সবচেয়ে প্রতীক্ষায় থাকা সিরিজটি সম্ভবত আশফাক নিপুনের ‘মহানগর ২’! ২০২০ সালে ‘মহানগর’ স্ট্রিমিংয়ের পর দীর্ঘদিন এর দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষায় ছিলেন দর্শক। যদিও দর্শক দ্বন্দ্বে ছিলেন যে, আদৌ সিরিজটির পরের সিজন আসবে কিনা! কারণ হইচই কিংবা নিপুনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধারণাই দেয়া হয়নি। দীর্ঘদিন পর সিরিজটির নতুন সিজন নির্মিত হচ্ছে বলে ঘোষণা দেয়ার পর থেকেই তা দেখার অপেক্ষায় ছিলেন দর্শক। ২০২৩ সালের এপ্রিলে হইচইতে স্ট্রিমিংয়ের পর দর্শকপ্রিয়তায় যথারীতি প্রথম সিজনকেও ছাড়িয়ে যায় ‘মহানগর-২’। সিরিজে ওসি হারুনের চরিত্রে মোশাররফ করিমের দুর্দান্ত অভিনয় আবারও মুগ্ধ করে দর্শককে। মোশাররফ ছাড়াও নতুন সিজনে এবার যুক্ত হন নতুন কয়েকটি চরিত্র। বিশেষ করে আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, বৃন্দাবন দাস এবং তানজিকা আমিনের অভিনয়ে মুগ্ধ হন দর্শক।
ইন্টার্নশিপ
চলতি বছরের ফেব্রুয়ারির ২৩ তারিখে চরকিতে স্ট্রিমিং হয় ভিন্ন জনরার সিরিজ ‘ইন্টার্নশিপ’! ওটিটিতে অভ্যস্ত অ্যাকশন, থ্রিলার কিংবা হরর দেখা দর্শকদের ভিন্ন স্বাদ এনে দেয় সিরিজটি। যারাই সিরিজটি দেখেছেন, জানিয়েছেন ওটিটিতে ভিন্ন স্বাদের এই ‘ইন্টার্নশিপ’ এর কথা! একজন ইন্টার্নের লাইফের বিভিন্ন গল্প নিয়ে সিরিজটির কাহিনি এগিয়েছে। নির্মাণ করেছেন রেজাউর রহমান। সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। এছাড়াও অভিনয় করেছেন মীর রাব্বি, শম্পা রেজা, সারাহ আলম, তাসলিমা হোসেন নদীসহ আরো অনেকে।
আমি কী তুমি
বাংলাদেশে চলতি বছরে যাত্রা শুরু করে নতুন ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। সবচেয়ে বেশী কন্টেন্ট নিয়ে যাত্রা করা এই প্লাটফর্মের প্রথম ওরিজিনাল ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’। জুলাইয়ে স্ট্রিমিংয়ের পর সিরিজটি অর্জন করে ব্যাপক দর্শকপ্রিয়তা। সাধারণ দর্শক থেকে ক্রিটিকরাও মুগ্ধ হন ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজটি দেখে। ৭ পর্বের এই সিরিজে তিথি চরিত্রে অভিনয় করেছেন তুমুল প্রশংসিত হন মেহজাবীন চৌধুরী। সায়েন্স ফিকশনের সঙ্গে শিহরণ জাগানো টান টান উত্তেজনা আর টুইস্ট নিয়ে দর্শকের উচ্ছ্বাস দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও! মেহজাবীন ছাড়াও সিরিজটি দিয়ে প্রশংসিত হন জুনায়েদ বোগদাদি, শ্যামল মাওলারাও।
সাড়ে ষোল
আগস্টে হইচইয়ে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’। ক্রাইম থ্রিলার জনরায় নির্মিত এই ওয়েব সিরিজ দিয়েই ওটিটিতে অভিষিক্ত হলেন তরুণ নির্মাতা ইয়াছির আল হক। প্রথম নির্মাণেই বেশ মুন্সিয়ানা দেখানোর চেষ্টা করেছেন তিনি। গল্পের প্রতিটি পর্যায়ে দর্শককে নতুন করে ভাবনার যে স্পেস তৈরী করে দিয়েছেন নির্মাতা, এবং ঘটনা পরক্ষণেই অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন- দর্শকের মনোজগৎ নিয়ে সিরিজটিতে যেভাবে খেলেছেন ইয়াছির, তার জন্য অনেকেই তাকে বাহবা দিয়েছেন। সিরিজে অভিনয় করেছেন আফরান নিশো, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ, শাহেদ আলী এবং আফিয়া তাবাসসুম বর্ণ।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85/
এগুলো ছাড়াও বেশকিছু সিরিজ এ বছর বিভিন্ন প্লাটফর্মে প্রশংসিত হয়েছে। পেয়েছে দর্শকপ্রিয়তাও। এরমধ্যে বুকের মধ্যে আগুন, অদৃশ্য, হোটেল রিল্যাক্স উল্লেখযোগ্য।