ধুলাবালুর কারণে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মনিটরের পর্দায় ময়লা জমে যায়। নিয়মিত পরিষ্কার করা না হলে ধুলার কারণে ল্যাপটপের ডিসপ্লে বা ডেস্কটপ কম্পিউটারের মনিটরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ দাগ তৈরি হয়। এতে মনিটর বা ডিসপ্লেতে ঝাপসা ছবি দেখা যায়।
ফলে বিভিন্ন লেখা পড়তে সমস্যা হয়। এমনকি ডিসপ্লে বা মনিটরের ময়লা পর্দার কারণে জীবাণুর সংক্রমণও হতে পারে। তাই কিছুদিন পরপর নিয়মিত ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মনিটর পরিষ্কার করা উচিত। তবে পরিষ্কারের সময় সতর্ক না থাকলে মনিটরের পর্দার ক্ষতি হতে পারে। ল্যাপটপ বা ডেস্কটপের পর্দা পরিষ্কারের সঠিক পদ্ধতি দেখে নেওয়া যাক।
পরিষ্কারের আগে কম্পিউটার বন্ধ রাখা
ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের পর্দা পরিষ্কারের আগে অবশ্যই পাওয়ার সুইচ বন্ধ করতে হবে। এমনকি কম্পিউটারের সঙ্গে যুক্ত বিভিন্ন যন্ত্রের সংযোগও বিচ্ছিন্ন করে নিতে হবে। দীর্ঘসময় চালু থাকলে কম্পিউটার ঠান্ডা না হওয়া পর্যন্ত পরিষ্কার করা যাবে না।
কম্পিউটারের পর্দা পরিষ্কারের জন্য অবশ্যই মাইক্রোফাইবার বা পরিষ্কার নরম সুতির কাপড় ব্যবহার করতে হবে। টিস্যু পেপার ব্যবহার করা যাবে না। টিস্যু ব্যবহার করলে কম্পিউটারের পর্দায় দাগ পড়তে পারে।
হালকা চাপ দিয়ে বৃত্তাকারভাবে পরিষ্কার করতে হবে
কম্পিউটারের পর্দা খুবই সংবেদনশীল, তাই পরিষ্কার করার সময় বেশ সতর্ক থাকতে হবে। এ জন্য ডিসপ্লে বা মনিটরের মাঝখান থেকে হালকা চাপ দিয়ে বৃত্তাকারভাবে ময়লা পরিষ্কার করতে হবে। কাপড়ের ময়লা অংশ দিয়ে পর্দার অন্য অংশ পরিষ্কার করা যাবে না।
পর্দায় কোনো তরল সরাসরি ছিটানো যাবে না
কম্পিউটারের পর্দায় সরাসরি কোনো তরল পদার্থ ছিটানো (স্প্রে করা) যাবে না। এতে পর্দার ক্ষতি হতে পারে। শুকনা মাইক্রোফাইবার কাপড় দিয়ে ময়লা দূর না হলে পর্দা পরিষ্কারের জন্য তৈরি বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হবে।
দাগ মুছতে পাতিত পানি ব্যবহার
কম্পিউটারের পর্দা দীর্ঘদিন পরিষ্কার করা না হলে বিভিন্ন জায়গায় দাগ পড়ে যায়। এসব দাগ সহজে মুছে ফেলা যায় না। মাইক্রোফাইবার কাপড়ে সামান্য পরিমাণ পাতিত পানি বা ডিসটিল্ড ওয়াটার নিয়ে বৃত্তাকারভাবে বারবার ঘষে এসব দাগ পরিষ্কার করতে হবে।