নতুন দুই মডেলের নাম কাওয়াসাকি কেএক্স৬৫ এবং কাওয়াসাকি কেএক্স১২। ভারতে কাওয়াসাকির যে কয়েকটি বাইক রয়েছে, তাদের ঠিক পরেই রাখা হয়েছে লেটেস্ট মডেল দুটিকে। এই দুই বাইকের দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য জেনে নিন।
কাওয়াসাকি ভারতে দুটি নতুন বাইক লঞ্চ করল। সেই নতুন দুই মডেলের নাম কাওয়াসাকি কেএক্স৬৫ এবং কাওয়াসাকি কেএক্স১২। ভারতে কাওয়াসাকির যে কয়েকটি বাইক রয়েছে, তাদের ঠিক পরেই রাখা হয়েছে লেটেস্ট মডেল দুটিকে।
সেই তালিকায় রয়েছে বেশ কিছু নতুন মডেলের বাইক। এই নতুন কাওয়াসাকি মোটরসাইকেলের দাম শুরু হচ্ছে ৩.১২ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে।
কাওয়াসাকি কেএক্স৬৫ হল আকারে অনেকটাই ছোট এবং এই মুহূর্তে সংস্থার সবথেকে সস্তার বাইক। বাইকটির ওজন মাত্র ৬০ কেজি। পাওয়ারের জন্য বাইকটিতে রয়েছে ৬৪ সিসি, লিক্যুইড কুলড, টু স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার কারবুরেটেড ইঞ্জিন। এই ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে একটি সিক্স-স্পিড গিয়ারবক্সের সঙ্গে।
কাওয়াসাকি কেএক্স৬৫ বাইকটিতে রয়েছে ১৪ ইঞ্চির ফ্রন্ট হুইল এবং ১২ ইঞ্চির রিয়ার হুইল। ৩৩এমএম টেলিস্কোপিক ফর্কের সঙ্গে ইক্যুইপ করা রয়েছে ইঞ্জিনটি। সেই সঙ্গে রয়েছে একটি মনো-শক রিয়ার সাসপেনশন এবং ফ্রন্ট ও রিয়ার ব্রেক।
অন্য দিকে কাওয়াসাকি কেএক্স১২ বাইকটি ডিজ়াইন করা হয়েছে মিড-লেভেল অফ-রোড ক্যাটেগরির জন্য। এই মোটরসাইকেলের দাম 4.87 লাখ টাকা (এক্স-শোরুম)। লাইম কালার অপশনে পাওয়া যাবে বাইকটি। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে 112cc, 2-স্ট্রোক, লিক্যুইড-কুলড, মিল ফিচারিং এগসস্ট পাওয়ার ভাল্ভ (KIPS)।
এই ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে একটি 6-স্পিড গিয়ারবক্সের সঙ্গে। সাসপেনশন ডিউটির জন্য রয়েছে অ্যাডজাস্টেবল 36mm USD ফর্ক। Kawasaki KX112 মোটরসাইকেলে রয়েছে 19 ইঞ্চির ফ্রন্ট এবং 16 ইঞ্চির রিয়ার হুইল।
তবে এই বাইক দুটির দেশের রাস্তায় চলার জন্য আইনি অনুমতি নেই। নেই হেডলাইট, টেললাইট, টার্ন ইন্ডিকেটর্স এবং প্রথাগত রোড-স্পেক মোটরসাইকেলের মতো রিয়ার-ভিউ মিররও নেই। সংস্থাটি আরও একটি বাইক লঞ্চ করেছে। সেই Kawasaki KLX 230R S বাইকের দাম 5.21 লাখ টাকা (এক্স-শোরুম)।