নেভিগেশন বা জায়গা খুঁজে বের করার ক্ষেত্রে গুগল ম্যাপ বেশ প্রচলিত। ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দিতে প্রতিনিয়ত নতুন আপডেট যুক্ত হচ্ছে এ অ্যাপে। এর অংশ হিসেবে এবার গুগল ম্যাপ স্যাটেলাইট সংযোগ পরিষেবা চালু করতে যাচ্ছে অ্যান্ড্রয়েড।
এ সংযোগ চালু হলে জরুরি পরিস্থিতিতে গুগল ম্যাপের স্যাটেলাইট ফিচারের মাধ্যমে যেকোনো ব্যবহারকারী নিজের অবস্থান বা লোকেশন শেয়ার করতে পারবে। খবর টেকটাইমস।
অ্যান্ড্রয়েডের জন্য বহুল প্রতীক্ষিত স্যাটেলাইট ফিচারটি ব্যবহারকারীদের জন্য মূলত নিরাপত্তা-ট্র্যাকিং ক্ষেত্রে অন্যতম একটি প্লাটফর্ম হিসেবে ব্যবহার করা হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিউনিকা জানায়, গুগল ম্যাপের সর্বশেষ বেটা ভার্সনে স্যাটেলাইট ফিচারটির পাওয়া গেছে। এছাড়া অ্যাপটি নতুন ভার্সনে স্যাটেলাইট সংযোগের জন্য গুগল ম্যাপে একটি নতুন ইন্টারফেস অন্তর্ভুক্ত করা হবে। স্মার্টফোনের মোবাইল ইন্টারনেট ডাটা বন্ধ থাকলে এটি স্যাটেলাইট সংযোগের মাধ্যমে ব্যবহারকারীর অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারবে।
‘কানেক্ট টু স্যাটেলাইট’ অপশন চালু করা হলে প্রতি ১৫ মিনিটে ব্যবহারকারীর অবস্থান রেকর্ড করবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্রতিদিন পাঁচটি স্যাটেলাইট লোকেশন ট্যাগ সংরক্ষণ করা যাবে।