সৌদি আরবে গৃহকর্মী নিয়োগের নতুন চুক্তিতে বাধ্যতামূলক বিমা করার নিয়ম কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) দেশটির শ্রম বাজার নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। খবর গালফ নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির মানবসম্পদ মন্ত্রণালয়ের নতুন নিয়ম গৃহকর্মী নিয়োগ চুক্তির প্রথম দুই বছরের জন্য প্রযোজ্য হবে। নির্ধারিত ২ বছরের পর নিয়োগকর্তার জন্য বীমা কার্যকরের বিষয়টি ঐচ্ছিক হবে। এ ছাড়া কিছু ক্ষেত্রে গৃহকর্মী এবং নিয়োগকর্তার জন্য ক্ষতিপূরণ সুরক্ষিত করতে সহায়ক হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিয়োগকর্তা গৃহকর্মীর অনুপস্থিতি, পলায়ন, মৃত্যু বা পঙ্গুজনিত রোগের কারণে শারীরিক অক্ষমতার ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন। গৃহকর্মীদের বিমা সংক্রান্ত কার্যক্রম তত্ত্বাবধান করবে দেশটির সরকারি একটি প্ল্যাটফর্ম। নিয়োগকর্তার মৃত্যুর কারণে মজুরি, দুর্ঘটনার ফলে সম্পূর্ণ বা আংশিক শারীরিক অক্ষমতার জন্য ক্ষতিপূরণ এবং অন্যান্য আর্থিক পাওনা পরিশোধে নিয়োগকর্তার ব্যর্থতার ক্ষেত্রে গৃহকর্মীর অধিকার রক্ষা করা নতুন আইনের লক্ষ্য।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে গৃহকর্মীদের নিয়োগের ক্ষেত্রে নতুন কিছু শর্ত যুক্ত করে। ওই শর্তে গৃহকর্মীর সর্বনিম্ন বয়স ২১ বছর নির্ধারণ করা হয়েছিল।