চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজে ম্যাচ খেললেও যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি টাইগাররা। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।
বিশ্বকাপের আগে মোট আটটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। যার সবগুলোই দেশে মাটিতে। চলমান বিপিএলের ঠিক পরেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। যেখানে থাকছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। এরপর এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে আরও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের উইকেট-কন্ডিশন অনেকটাই বাংলাদেশের মতো হওয়ায় কিছুটা হলেও সুবিধা পাবে টাইগাররা। এছাড়া দলের অনেকেরই আছে ক্যারিবিয়ানে খেলার অভিজ্ঞতা। তবে আরেক ভেন্যু যুক্তরাষ্ট্রে খুব একটা ক্রিকেট খেলেনি টাইগাররা। বলতে গেলে সম্পূর্ণ এক অচেনা রাজ্য বাংলাদেশের জন্য।
তাই যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে টাইগাররা। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।