Close Menu
  • Technology
  • Entertainment
  • Lifestyle
  • Travel
  • Sports
  • Exclusive
  • Funny
  • Recipe
Facebook X (Twitter) Instagram
Believe No Border Bangla
  • Technology
  • Entertainment
  • Lifestyle
  • Travel
  • Sports
  • Exclusive
  • Funny
  • Recipe
Believe No Border Bangla
Home » টেক স্টার্টআপ: সফলতার কৌশল
Technology News

টেক স্টার্টআপ: সফলতার কৌশল

January 29, 20244 Mins Read

আপনি টেক স্টার্টআপ বিজনেসের ক্ষেত্রে অন্যজন আপনাকে আইডিয়া দিবে এ আশা না করে আপনি নিজে নিজে আইডিয়া ডেভেলপ করতে পারবেন এ স্কিল থাকা জরুরি। টেক স্টার্টআপে আপনি যেভাবে সফল হবেন তা আজকে পাঠকদের জন্য তুলে ধরা হলো। নিজে নিজে আইডিয়া বের করার কার্যকরী কৌশল আলোচনা করা হল:

টেক স্টার্টআপ

১. ভুল সময়ে অসাধারণ আইডিয়া!
ইউটিউবের অনেক আগেই, ‘৯০ এর দশকে pseudo অনলাইনে ভিডিও পাবলিশ করা শুরু করে। কিন্তু তাদের এই আইডিয়া ব্যর্থ হয় তখনকার ইন্টারনেটের গতির কারণে। এরকম শত শত উদাহরণ পাওয়া যাবে autopsy.io এবং CB Insights নামক ব্লগে। এই সাইটগুলোতে আলোচনা করা হয়, ঠিক কী কারণে ব্যবসাগুলো সফল হতে পারেনি।

২. বিনামূল্যে সেবা দিন
ক্লিফসনোটস এর কথাই ধরা যাক। তারা বিভিন্ন বইয়ের সারাংশ বা নোট তৈরি করে ছোট্ট বই আকারে বিক্রি করে এবং পুরো বই না পড়ে ভালো রেজাল্ট করার এক মোক্ষম হাতিয়ার হিসেবে অনেক জনপ্রিয়তাও পায়। হার্ভার্ডের কয়েকজন ছাত্র, এই নোটগুলোই টাইপ করে তাদের ওয়েবসাইটে ফ্রিতে দিয়ে দিলো। স্বভাবতই সবাই ২০ ডলার দিয়ে নোট না কিনে ফ্রি’র দিকে ঝুঁকে গেলো। তো আপনার কাজ হবে, একটা সেবা খুঁজে বের করা, যার জন্য আপনাকে খরচ করতে হয়।

৩. কাজে লাগান তৃতীয় বিশ্বকে!
বিশ্বের অনেক বড় বড় কোম্পানিই স্বল্প আয়ের দেশগুলো নিয়ে মাথা ঘামায় না। বেশিরভাগ মানুষের আয় কম হওয়ায় এদিকে তারা বাজার সম্প্রসারণেও ততটা আগ্রহী হয় না। আর এই সুযোগকেই কাজে লাগাতে পারেন আপনি। ব্যাকপ্যাকের কথাই ধরা যাক। বিশ্বখ্যাত Amazon.com এর বেশিরভাগ পণ্যই বাংলাদেশে ডেলিভারি হয় না। ব্যাকপ্যাকের মাধ্যমে যে কেউ তাদের পছন্দের পণ্য দেশে আনাতে পারেন। আপনার কাজ হবে, এমন একটি সেবা খুঁজে বের করা যা দেশে নেই এবং কোনোভাবে সেই সেবাটা দেশে আনা সম্ভব কি না।

৪. নজর রাখুন বিদেশি ব্যবসায়
বিশ্বের কোনো দেশে নতুন সফল কোনো ব্যবসা চালু হলেই দ্রুত সেই সেবা নিজেই দেশে চালু করার চেষ্টা করুন। ‘পাঠাও’ এর কথাই ধরা যাক। উন্নত দেশগুলোতে মোবাইল অ্যাপের মাধ্যমে যানবাহন ভাড়া করা অনেক আগে থেকেই প্রচলিত। ‘উবার’ অনেক আগে থেকেই এক্ষেত্রে বেশ প্রসিদ্ধ এক নাম। ‘পাঠাও’ প্রতিষ্ঠিত হয় উবারের অনেক পরে। উবারের সেবাটিই পাঠাও চালু করায় আজ তারা অনেক বড় এক প্রতিষ্ঠান। Bikroy ও ঠিক এভাবেই Amazon এর সেবা চালু করায় আত্মপ্রকাশ করে একটি বড় কোম্পানি হিসেবে। খোঁজ রাখুন বিদেশে কোনো প্রতিষ্ঠান এমন কোনো সেবা নিয়ে এসেছে কি না, যা অনেক জনপ্রিয় হয়েছে। আর সেরকম সেবাই চালু করুন নিজ দেশে।

৫. মোবাইল অ্যাপ তৈরি করুন
২০১৬ সালে প্রিজমা নামক একটি অ্যাপ বের হয়, যা শুধু অ্যাপলের গ্রাহকরাই ব্যবহার করতে পারতেন। পরে অবশ্য অ্যান্ড্রয়েডের জন্যও প্রিজমা বের হয়। কিন্তু মাঝের সময়টুকুতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের প্রিজমার জন্য হাহাকার ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেই মাঝের সময়টুকুতে কেউ প্রিজমার মতো ছবি এডিট করতে পারবে, এমন কোনো অ্যাপ অ্যান্ড্রয়েডের জন্য বের করতে পারলে নিঃসন্দেহে তা জনপ্রিয়তার শীর্ষে থাকতো।

৬. খেয়াল রাখুন নারীদের স্বাচ্ছন্দ্যের দিকে
এমন অনেক সেবাই আছে যা পুরুষ এবং নারী উভয়েরই প্রয়োজন এবং নারীদের স্বাচ্ছন্দ্যবোধের দিকে একটু আলাদা নজর রাখলে নারী ক্রেতাদের সম্পূর্ণ বাজারটাই ধরে ফেলা সম্ভব। ‘ওবোন’ অ্যাপটি পাঠাও এর মতোই রাইড শেয়ারিং একটি অ্যাপ। পার্থক্য হলো, এখানে চালকরা সবাই নারী হওয়ায়, আগে যারা পাঠাও ব্যবহার করতেন, তাদের অনেকেই ওবোন ব্যবহার করছেন।

৭. কাজে লাগান ইংরেজিকে
ইংরেজিতে দক্ষ নন, এরকম মানুষের সংখ্যা কম নয়। কিছু শিখতে চাইলে ইউটিউবে ইংরেজিতে লেকচার শুনে কিংবা ইংরেজিতে লেখা আর্টিকেল পড়ে কোনো কিছু শেখাটা অনেকের পক্ষেই বেশ কষ্টকর। যদি দেখতে পান, নতুন কোনো সেবা চালু হয়েছে বা কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বা কোনো সফটওয়্যার বের হয়েছে এবং সাধারণ মানুষ ভাষাগত কারণে সেই সেবা সঠিকভাবে ভোগ করতে পারছে না কিংবা ভাষার কারণে সহজে শিখতে পারছে না, তবে মাতৃভাষায় সেই সেবা চালু করা কিংবা শেখানোও হয়ে উঠতে পারে একটি সফল ব্যবসা!

গুগলের এআই টুল জেমিনি: বানাবে বিজ্ঞাপন

৮. পে অ্যাজ ইউ ওয়ান্ট
অর্থাৎ এরকম ব্যবসায় সেবার নির্দিষ্ট কোনো মূল্য থাকে না। ক্রেতা তার ইচ্ছামতো মূল্য দিয়ে থাকেন। যদি না চান, সেক্ষেত্রে কিছু না-ও দিতে পারেন। আপাতদৃষ্টিতে হাস্যকর মনে হলেও এটি অনেক কার্যকর! দেশে এখন পর্যন্ত কম্পিউটার প্রোগ্রামিংয়ের উপর যত বই বেরিয়েছে, তার মধ্যে তামিম শাহরিয়ার সুবিনের লেখা ‘কম্পিউটার প্রোগ্রামিং: প্রথম খণ্ড’ অত্যন্ত জনপ্রিয়। বইটির হার্ডকপি কিনতে আপনাকে খরচ করতে হবে। কিন্তু তামিম শাহরিয়ার সুবিনের ওয়েবসাইট থেকে ইচ্ছা করলে আপনি বইটি ডাউনলোডও করতে পারবেন। তিনি ওয়েবসাইটে একটি ‘বিকাশ’ নম্বর দিয়েছেন। অনেকেই হয়তো ফ্রি-তে বইটি ডাউনলোড করছে, কিন্তু এতে করে লেখকের অতিরিক্ত কোনো খরচ হচ্ছে না। অনেকেই মূল্য পরিশোধ করছে এবং বইটির বিপুল জনপ্রিয়তার পেছনে এভাবে ফ্রি-তে ডাউনলোড করতে পারার অবদানও রয়েছে। অবশ্য তিনি পিডিএফ বইটির একটি মূল্য নির্ধারণ করে দিয়েছেন, আপনি সেটা নাও করে দিতে পারেন। তো আপনিও হয়তো ফটোগ্রাফি, বই কিংবা গান বা এরকম কোনো কিছু বের করে সবাইকে ডাউনলোডের সুবিধা দিয়ে ইচ্ছামতো মূল্য পরিশোধ করার সুযোগ দিতে পারেন।

news technology কৌশল টেক টেক স্টার্টআপ সফলতার স্টার্টআপ

Related Posts

ইউটিউব

ইউটিউবের নতুন পদক্ষেপ : রুখবে ভুয়া ভিডিও

April 6, 2025
ফোন খুঁজে দেবে গুগল

হারিয়ে যাওয়া ফোন যেভাবে খুঁজে দেবে গুগল

March 28, 2025
হোয়াটসঅ্যাপের ‘মেসেজ থ্রেডস’

হোয়াটসঅ্যাপের ‘মেসেজ থ্রেডস’ যেভাবে কাজে আসবে

March 20, 2025
Latest post
গার্লিক বিফ রেসিপি

গার্লিক বিফ তৈরি করার সহজ রেসিপি জেনে নিন

June 16, 2025
ফ্রিতে অনলাইনে ক্লাব বিশ্বকাপ

যেভাবে ফ্রিতে অনলাইনে দেখবেন ক্লাব বিশ্বকাপ

June 16, 2025
অভিনেত্রী পূজা ব্যানার্জি

প্রযোজকের সঙ্গে যে খারাপ কাজ করলেন নায়িকা পূজা!

June 16, 2025
স্ট্রোক জীবনযাপন পরিবর্তন

স্ট্রোক এড়াতে জীবনযাপনে যেসব পরিবর্তন আনবেন

June 13, 2025
অধিনায়কত্ব-মিরাজ

লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব পেলে ভালো হয় : মিরাজ

June 13, 2025
About us | DMCA | Privacy Policy | Contact

© 2025 BelieveNoBorder. All Rights Reserved

Type above and press Enter to search. Press Esc to cancel.