স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে ট্রুকলার। এতে অপরিচিত নম্বর থেকে ফোন এলে তা শনাক্ত করা যায়। আর স্প্যাম কলগুলিকে ব্লকও করা যায়। অনেক সময় অনেকের নম্বর আমাদের ফোনবুকে সেভ করা থাকে না। সেক্ষেত্রে সেই নম্বরগুলিকে শনাক্ত করা ট্রুকলারের মূল উদ্দেশ্য।
এর পাশাপাশি আননোন নম্বরগুলির আইডি চেক করতেও সাহায্য করে ট্রুকলার। এটা সুরক্ষাও প্রদান করে। তবে গোপনীয়তা সংক্রান্ত কারণে কিছু ব্যবহারকারী নিজেদের নম্বর ট্রুকলার থেকে রিমুভ করতে চান। আবার অনেকেই তাদের উল্টাপাল্টা নামগুলোও ডিলিট করতে চান।
খুব সহজ উপায়ে অ্যান্ড্রয়েড এবং আইফোনে ট্রুকলার থেকে নিজের নম্বর ডিলিট করা সম্ভব।
অ্যান্ড্রয়েড ফোন থেকে ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করার উপায়:
১. প্রথমে ফোন থেকে ট্রুকলার অ্যাপটা খুলতে হবে।
২. উপরের বাম দিকে থাকা তিনটি ডটে ট্যাপ করতে হবে।
৩. এবার সেটিংস-এ যেতে হবে।
৪. সেখানে থাকা বিকল্পগুলির মধ্যে থেকে প্রিভেসি সেন্টার খুঁজে নিতে হবে।
৫. ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে।
৬. স্ক্রিনে ভেসে ওঠা গুরুত্বপূর্ণ সতর্কতা অথবা মেসেজ পড়ে নিয়ে তারপর কনফার্ম করতে হবে।
আইফোন ফোন থেকে ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করার উপায়:
১. নিজের ফোনে ট্রুকলার অ্যাপ খুলতে হবে।
২. একেবারে উপরের ডান দিকের কোণে গিয়ার আইকনের উপর ট্যাপ করতে হবে।
৩. অ্যাবাউট ট্রুকলার-এ ক্লিক করতে হবে।
৪. স্ক্রোল করে নিচে নেমে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টের উপর ট্যাপ করতে হবে।
৫. স্ক্রিনে ভেসে ওঠা গুরুত্বপূর্ণ সতর্কতা অথবা মেসেজ পড়ে নিয়ে তারপর কনফার্ম করতে হবে।
ট্রুকলার থেকে নিজের ফোন নম্বর রিমুভ করার উপায়:
১. প্রথমে অফিসিয়াল ট্রুকলার ওয়েবসাইটে যেতে হবে।
২. ট্রুকলার-এ গিয়ে ফোন নম্বর পেজ আনলিস্ট করতে হবে।
৩. কান্ট্রি কোড-সহ নিজের ফোন নম্বর দিতে হবে।
৪. কেন নিজের অ্যাকাউন্ট রিমুভ করতে চাইছেন, তার ব্যাখ্যা দিয়ে অপশনের উপর ক্লিক করতে হবে।
৫. এবার ক্যাপচা কোড দিতে হবে।
৬. প্রাপ্ত অপশন থেকে আনলিস্ট-এর উপর ট্যাপ করতে হবে।
এভাবে সহজেই ট্রুকলার-থেকে অ্যাকাউন্ট এবং নিজের ফোন নম্বর ডিলিট করা সম্ভব।