বিপিএল ফ্র্যাঞ্জাইজি ফরচুন বরিশালকে বাংলাদেশ জাতীয় দলের সংক্ষিপ্ত ভার্সন বলা হলেও, বোধহয় অত্যুক্তি হবে না। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকাররা আছেন দলটিতে। সে হিসেবে তাদের নেতৃত্বে কাকে দেখা যাবে, তা নিয়ে একটা দ্বিধান্বিত পরিবেশ ছিল। তবে গতকাল (সোমবার) বরিশাল কোচ মিজানুর রহমান বাবুল বলেছিলেন— এবারের আসরে তামিমই অধিনায়কত্ব করবে। একদিন না পেরোতেই ভিন্ন আওয়াজ এলো মিরাজের কণ্ঠে!
মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বরিশালের অধিনায়কত্ব প্রসঙ্গে মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখেন এখনও আমি কোনো কিছু জানিনা। এটা সম্পূর্ণ টিম মালিকের সিদ্ধান্ত, সে কিভাবে চায়। আর তামিম ভাই আমাকে বলেছিল যে তুই করলে ভালো হয়। সে চাচ্ছে যে আমিই করি। তারপর টিম ও মালিকের সিদ্ধান্ত।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবারের বিপিএল অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এই টাইগার অলরাউন্ডার, ‘বিশ্বকাপের আগে বিপিএলটা হচ্ছে, এটা অবশ্যই ভালো একটা সুযোগ থাকবে, ভালো প্রস্তুতি নেওয়া যাবে। বিশ্বকাপের আগে আমরা যদি এরকম একটা টুর্নামেন্ট খেলি, আমাদের বিরাট একটা সুবিধা থাকবে। এখানে পারফর্ম করলে বিশ্বকাপে গিয়ে খেলাটা সহজ হবে।’
‘গত বছর যেমন বিপিএল থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার এসেছে, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়রা পারফর্ম করেছে। ওদের জন্য এরপর আন্তর্জাতিক ক্রিকেটে খেলাটাও একটু সহজ হয়ে গিয়েছে। টানা দেড় বছরে শান্ত আন্তর্জাতিক ক্রিকেটে অনেক রান করেছে। হৃদয়ও রান পেয়েছে। এটা কিন্তু একটা প্রভাব পড়ে যে, বিপিএলে ভালো খেললে আন্তর্জাতিকে আমরা সার্ভিস দিতে পারব। তো এখানে পারফর্ম করাটা খুব গুরুত্বপূর্ণ’, আরও যোগ করেন মিরাজ।
বিপিএলে কেমন উইকেট চান এই প্রশ্নে মিরাজের জবাব, ‘আমরা সবসময়ই চাই ভালো জিনিসটা হোক। আমরা ছোট থেকে এরকম কন্ডিশনে খেলেই বড় হয়েছি। সত্যি কথা বলতে যেহেতু মিরপুরে খেলা আছে এবং আবহাওয়াটাও যেমন শীতের কন্ডিশন। আবহাওয়া যদি একটু ভালো থাকে বা শীতটা বেশি না পড়ে, তখন উইকেট আরেকটু ভালো থাকবে। আশা করি টিম কম্বিনেশন যেভাবে আছে, সবাই সুবিধা পাবে। উইকেট যদি ভালো হয়, ব্যাটাররা সুবিধা পাবে। উইকেট মোটামুটি খারাপ হলে সুবিধা পাবে বোলাররা। আমাদের মানিয়ে নিতে হবে। এটাই আমাদের লক্ষ্য।’
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d/
উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে ১ মার্চ ফাইনাল দিয়ে বিপিএলের দশম আসর শেষ হবে। ৭ দলের এই আসরে মোট ম্যাচ হবে ৪৬টি। টুর্নামেন্টটি হবে প্রায় দেড় মাস ব্যাপী।