বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অসাধারণ অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। নাটক ও চলচ্চিত্র দুই জায়গাতেই অভিনেত্রী সমান পারদর্শী। তার এই জনপ্রিয়তা পুঁজি করে একটি সাইবার চক্র তার ছবি নিয়ে বিকৃত করে নেটদুনিয়ায় ছড়িয়ে দিয়েছে। সম্প্রতি তিশার বেলি ড্যান্সারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে নৃত্য পরিবেশনকারী নারী নুসরাত ইমরোজ তিশা নন; এটি ইশিকা সিং রাজপুত নামের এক ভারতীয় বেলি ড্যান্সারের ভিডিও। ওই ভিডিওতে ডিপফেক প্রযুক্তির সহায়তায় তিশার মুখ বসিয়ে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Ishika Singh Rajput’ নামের এক ভারতীয় বেলি ড্যান্সারের ইনস্টাগ্রাম প্রোফাইলে গত ২৩ মার্চ প্রকাশিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ওই ইনস্টাগ্রাম প্রোফাইলে একই ব্যাকগ্রাউন্ডে একই পোশাকে তাকে আরও একাধিক নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ওই ভিডিওর সঙ্গে নুসরাত ইমরোজ তিশার নামে ছড়িয়ে পড়া ভিডিওর তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, দুই ভিডিওতেই নারীর পোশাক, অঙ্গভঙ্গি এবং পেছনের ব্যাকগ্রাউন্ডের হুবহু মিল রয়েছে। ভিন্নতা শুধু নারী দ্বয়ের মুখমণ্ডলের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ এআই মাধ্যমে ভারতীয় ওই নারীর নাচের ভিডিও সম্পাদনা করে তাতে নুসরাত ইমরোজ তিশার মুখ বসিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এ ধরনের ভিডিও সম্পাদনাকে বলা হয় ‘ডিপফেক’। ডিপফেক হলো বাস্তবসম্মত দেখতে, কিন্তু নকল বা কিছুটা পরিবর্তিত কন্টেন্ট, যা ভিডিও কিংবা অডিওর উপাদান সম্পাদনা করে তৈরি করা হয়েছে।
ডিপফেক ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি ব্যবহার করে একজন ব্যক্তির মুখের অবয়ব বা ভয়েসকে অন্য কারোর সঙ্গে বিশ্বাসযোগ্যভাবে প্রতিস্থাপন করা হয়। এই প্রযুক্তির সহায়তায় একজন ব্যক্তির এমন কিছু ভিডিও বা অডিও কন্টেন্ট তৈরি করা সম্ভব, যা তিনি নিজে বলেননি বা করেননি। সুতরাং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নাচের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।