Assignment হলো শিক্ষক কর্তৃক ছাত্রদের দেয়া কাজ, যেটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়। অ্যাসাইনমেন্টকে শেখার অংশ হিসাবে কাউকে দেওয়া কাজ হিসাবেও উল্লেখ করা যেতে পারে।
অ্যাসাইনমেন্ট লেখার সঠিক নিয়ম কী?
পরীক্ষায় যেমন ভালো নাম্বার পেতে বিশেষ কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়, ঠিক তেমনি অ্যাসাইনমেন্ট লিখে ভালো নাম্বার তুলতেও আপনাকে কিছু ট্রিকস অবলম্বন করতে হবে। Assignment লেখার সেই ট্রিকস গুলো জানতে এই লেখাটি সম্পূর্ণ পড়ুন।
অ্যাসাইনমেন্ট লিখতে যা করণীয়
টপিক সম্পর্কে ধারণা নেওয়া।
একজন শিক্ষার্থীকে কোনও বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট তৈরির জন্য সেই সম্পর্কিত বিষয়ে প্রচুর রিসার্চ এবং বই পড়তে হয়।
অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেডলাইন সম্পর্কে সতর্ক থাকা।
অ্যাসাইনমেন্ট লেখা শেষে রিভিশন দেওয়া।
অ্যাসাইনমেন্ট করার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন
A4 সাইজের কাগজ।
পেন্সিল ও রাবার।
মার্জিন টানার জন্য স্কেল।
নীল ও কালো কালির কলম (নীল ছাড়া অন্য কোনও রঙ্গিন কালারের কলম ব্যবহার করা যাবে না। আপনি চাইলে একটি নীল সাইন-পেন এবং একটি নীল বলপেন ব্যবহার করতে পারেন)।
অ্যাসাইনমেন্ট এর বিষয় সম্পর্কিত বই অথবা তথ্য উপাত্ত।
আমি প্রত্যেকটি নিয়ম ধাপে ধাপে তুলে ধরবো আপনার সামনে। আশা করি নিয়মগুলো ঠিক মতো অনুসরণ করলে উপকৃত হবেন।
অ্যাসাইনমেন্টের কভার পেইজ
অ্যাসাইনমেন্ট শুরুর আগে প্রথম কাজ কভার পেইজ তৈরি করা। কভার পেইজের নমুনা কপি কিছু কিছু প্রতিষ্ঠান প্রিন্ট করে বা ফটোকপি করে দিয়ে থাকেন। এমন হলে কভার পেইজে শুধু ঠিক মতো সঠিক তথ্যগুলো দিলেই কাজ শেষ। কিন্তু যদি এমন কভার পেইজের নমুনা কপি না পেয়ে থাকেন, তাহলে আপনার নিজেরই কভার পেইজ তৈরি করতে হবে।
অনেকে দেখা যায় কভার পেইজে নানা রকমের ডিজাইন করেন। অ্যাসাইনমেন্ট একটি শিক্ষণীয় অংশ। সেখানে আপনার এসব ডিজাইন অমানানশীল। এমন ডিজাইন করে সময় নষ্ট হয় ঠিকই কিন্তু শিক্ষকরা এসব অ্যাসাইনমেন্টে নাম্বার দেন না। আপনি যদি ভার্সিটি লেভেলের হোন তাহলে তো আপনার অ্যাসাইনমেন্ট দেখা-ই হবে না এমন কোনো কাজ করলে। তাই কভার পেইজে নিজের ট্যালেন্ট দেখাতে যাবেন না।
লেখার ধরনের দিকে লক্ষ্য রাখুন
অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে আপনার লেখা যেমন-তেমন হলে কখনোই ভালো নাম্বার পাবেন না। সাজিয়ে সৃজনশীলতা দিয়ে লিখুন।
লেখা কাটাকাটি ছাড়া সুন্দর ও পরিষ্কার পরিছন্নভাবে লিখতে হবে। খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
খাতাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য নীল কালি ব্যবহার করে পয়েন্টগুলো হাইলাইট করতে পারেন কিন্তু বাকি সব লেখা কালো বলপেন দিয়ে লিখতে হবে অবশ্যই। কালো কালির সাইন পেন ব্যবহার করা যাবে না।
নাম্বারের উপর ভিত্তি করে উত্তর দিতে হবে। ২ নাম্বারের উত্তরে ৫ নাম্বারের সমান বড় উত্তর লিখলে অ্যাসাইনমেন্টের সৌন্দর্য নষ্ট হবে। সাথে শিক্ষক বুঝবে আপনি কোনও নিয়ম না বুঝেই মুখস্থবিদ্যা উঠিয়ে দিয়েছেন।
বাক্য গঠন এবং বানান যেনো নির্ভুল হয় সেই দিকে বিশেষ লক্ষ্য রাখবেন।
ধারাবাহিকতা রক্ষা করে লিখবেন।
প্রয়োজনীয় চিত্র সংযুক্ত অথবা অংকন করতে পারেন। এতে অ্যাসাইনমেন্টের মান বৃদ্ধি পায়।
অন্য কারো অ্যাসাইনমেন্ট নকল করা হতে বিরত থাকুন।
অ্যাসাইনমেন্ট এর লেখা শেষে একটি এক্সট্রা পেইজ যুক্ত করবেন। এতে আপনার লাস্ট পেইজের লেখা নষ্ট হবে না এবং দেখতেও পরিপাটি লাগবে।
খাতায় মার্জিন টানার সময় লক্ষ্য করতে হবে সব পৃষ্ঠার মার্জিন যেনো সমান সমান হয়। স্কেল ছাড়া কোনোভাবেই মার্জিন টানে যাবেন না।
হাতের লেখা সুন্দর করে লিখতে হবে। লেখা সুন্দর হলে শিক্ষকদের সুনজর পড়বে।
উদাহরণ দিয়ে অ্যাসাইনমেন্ট এর উপস্থাপনা করার চেষ্টা করবেন। এতে লেখায় আপনার দক্ষতা ফুটে উঠবে।