নাটক, বিজ্ঞাপন, ডিজিটাল মিডিয়া, এমনকী এসময়ের ওটিটি– সব মাধ্যমেই জনপ্রিয় মেহজাবীন চৌধুরী। অভিনয় জগতে কাজ করছেন ১৫ বছর ধরে। নানা রকম চরিত্র তাকে এনে দিয়েছে দর্শক স্বীকৃতি। অপূর্ণতা ছিল একটা জায়গায়। সিনেমায় কখনো দেখা যায়নি এ অভিনেত্রীকে। সেই অপূর্ণতা ঘুচতে যাচ্ছে। প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন মেহজাবীন। শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
আজ সকাল ১১টায় এসেছে সিনেমাটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় মেহজাবীন অভিনয় করেছেন নাম ভূমিকায়। দেশের প্রেক্ষাগৃহে প্রথমবার নিজের সিনেমা মুক্তি নিয়ে কথা বলতে গিয়ে স্মৃতি কাতর হয়ে পড়েন মেহজাবীন। তার মনে পড়ে যায় ক্যারিয়ারের শুরুর দিকের কথা।
এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া ‘প্রিয় মালতী’ পেয়েছে ব্যাপক প্রশংসা। একদম দেশিয় প্রেক্ষাপটে বানানো সিনেমাটি সহজেই বুঝতে পেরেছেন বিদেশি দর্শক।
মেহজাবীন বলেন, ‘আন্তর্জাতিক দর্শকদের প্রশংসা পেয়ে আমার ভালো লেগেছে, কিন্তু আমি অপেক্ষা করছি দেশের দর্শকদের সিনেমাটি দেখানোর জন্য। তাদের প্রতিক্রিয়া আমার কাছে অমূল্য। দেশের দর্শকদের ভালো লাগলেই আমি সবচেয়ে বেশি খুশি হব।’
সিনেমায় নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে এই ছবির শুটিং হয়েছে।